নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন
কতদিন;
কথা ছি্ল,
আশা ছিল,
ভাব ভালোবাসা ছিল,
সূর্যের আলো ভরা
ঘাস ফুল দিন।
আজ ও সব আছে
সাথে ব্যাথা অমলিন।
তখনো ছিলাম আমি
রাত জাগা পেঁচা।
শুধু এটুকুই বোঝার ভুল!
তোমার হাসি;
খুব বেশি যান্ত্রিক লাগে।
তুমি মৃত
কাক হয়ে যাও।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১
সামিয়া বলেছেন: হা হা ওটা ক্ষোভের প্রকাশ। যতটুক ভাল্লাগছে অতটুক এর জন্য ধন্যবাদ ।
২| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০০
সামিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
৩| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।
১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ মামুন
৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০
ফয়সাল সুলতান বলেছেন: দারুন হয়েছে। মৃত কাক... কাক আমার পছন্দের পাখি। প্রায়ই কাকের ছবি আমি আমার প্রোফাইলে ব্যবহার করি। মৃত করে দিলেন, যাক নতুন একটা থিম পেলাম। বেস্ট অব কাক (লাক)
২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০০
সামিয়া বলেছেন: হাহাহা বেস্ট অফ কাক কথা টা ভাল্লাগছে, থাঙ্কু
৫| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তুমি মৃত কাক হয়ে যাও।
ভালো লেগেছে।
২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১১
সামিয়া বলেছেন: থাঙ্কু
৬| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: গোলা ভারা ধান ছিল,
পুকুর ভরা মাছ ছিল
গাড়ী ছিল, বাড়ী ছিল
অতঃপর সব বিলিন !!!
এই জীবন প্রবাহ ...........
সুন্দর লিখেন!!!
২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭
সামিয়া বলেছেন: আপনি আরও আরও বেশি সুন্দর লিখেন ।
৭| ২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আমার লেখা যদি সুন্দর হয় !
তাহলে, মনে হয় অষ্টম আচ্শর্য ঘটে যাবে পৃথিবীতে।
সুন্দর বলেছে এতেই খুশি !!!
২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
সামিয়া বলেছেন: আমিও খুশি
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫
মশিউর বেষ্ট বলেছেন: তুমি মৃত
কাক হয়ে যাও। এই টুকু বাদে ভালো লাগছে..।