নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

কথা -এলোমেলো

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১



মন খারাপ হলে কি করা উচিৎ আগে একবার এই টাইপ কিছু একটা লিখেছিলাম, লেখার ভেতরে ফানি ভাব প্রবল ছিল যদিও এটা ফান করার কোন বিষয় না।
যাই হোক কথা হচ্ছে মন খারাপ হলে আসলেই কি করা উচিৎ , আমি জানতে চাই, পরামর্শ চাই, মন ভালো করতে চাই, দম বন্ধ ভাব থেকে মুক্তি পেতে চাই।
মন খারাপ অথচ যখন কিচ্ছু করার উপায় থাকেনা তখন কি করবো? কি করতে হবে?
মন খারাপের বিষয়টিকে পাত্তা দেয়া যাবে না ??
পাত্তা ক্যামনে দিবনা???
যদি সেসবের ভেতরই পড়ে থাকি!?

যখন বুকে চাপ চাপ কান্না জমে থাকে, কষ্টে কণ্ঠ ভারী হয়ে আসে, পৃথিবীতে নিজেকে যখন উদ্বাস্তু মনে হয় তখন কি করা উচিৎ?
যখন চারপাশের মানুষ আমাকে আমার মত থাকতে না দিয়ে জোর করে যন্ত্রণার মধ্যে ফেলে দেয়া হয় তখন কি করে উচিৎ?
যখন মনে হয় কোথাও কেউ নেই তখন কি করা উচিৎ???

যখন কাছের কোন বন্ধু সময়ের সাথে সাথে স্বার্থ ফুরিয়ে গেলে (common তবু মেনে নিতে কষ্ট হয়) change হয়ে যায় তখন কি করা উচিৎ??

যখন দুই পয়সার চামচিকারা ওদের চাকর বানাতে চায় তখন কি করা উচিৎ?

যখন সারাদিন কঠোর পরিস্রম করেও শুনতে হয়, এইটা কোন পরিস্রম নাকি তখন কি করা উচিৎ?

যখন সামহোয়্যারইনব্লগে একটা সাধারণ পোষ্টে ও মানুষ বাজে কথা বলে, (এ কেমন কথা হল যে চাইলেই সবাই সবাই কে গালি দিতে পারে, অপমান করতে পারে, খারাপ উপাধি দিতে পারে!!) যখন কমেন্ট পড়ে মন খারাপ হয়ে যায় তখন কি করা উচিৎ?

একবার এক কলিগকে টাকা ধার দিয়েছিলাম নেয়ার সময় বলল হায় রাম ভগবান পৃথিবীতে আছে এখনও, যখন সেই টাকা ফেরত চাইলাম তখন কেন বলে ইতি তোমার ভেতর ভদ্রতা জিনিষটা একদম নেই, কেন সবাই এরকম !! কেন সবাই নিজেকে ফেরেশতা এবং অপরকে শয়তান উপাধি দিতে একদম বাধেনা! সেই টাকা সে আমায় ফেরত দিয়েছিল ১ বছর ধরে, কোন মাসে ১ হাজার কোন মাসে ৩ হাজার এমন করে, এমন না যে সে গরীব! আমি তাকে কিছুই বলিনি আর, আর সে আমায় এক নিমিষে অভদ্র কেন বানিয়ে দিলো,
এ কথা বাধ্যতামুলক সত্যি যে উপকার করলে তার বিনিময়ে ক্ষতিগ্রস্ত হতে হবেই। তাই বলে আঘাত করতেই হবে!!

সবাই শুধু হেল্প নিতে চায় বিনিময়ে কেন এমন ভাব করে যে ওটা ওদের প্রাপ্য!!

মন খারাপ হলে কি করা উচিৎ?? কি করা উচিৎ?? কিচ্ছু ভাল্লাগছে না কিচ্ছু না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: সমস্ত দুঃখ-কষ্ট নিপাত যাক.............

কোথাও ঘুরতে যান।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৪

সামিয়া বলেছেন: হাহা মন্তব্য পরে বেশ ভালোলাগলো।

২| ০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিদ্যাসাগরের কাছে এক লোক এসে বললো, অমুক তো তোমার নিন্দে করে!
বিদ্যাসাগর বললেন, ও আমার নিন্দে করে কোন কারণে? আমার তো মনে পড়েনা কখনো ওর উপকার করেছি ।" এই কাহিনীটা মনে পড়লো হঠাৎ!

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬

সামিয়া বলেছেন: আহাহাহাহা চমৎকার কাহিনী রূপক ভাইয়া, বেশ ভালো..

৩| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: হায় মানুষ! এমনই হয়। কারও কাছে দেবতা, কেউ আবার শয়তান নিশ্চয়।

১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: ঠিক ঠিক।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.