নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আজকালের ভালোবাসা

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫



রফিক আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবোনা।
আমিও জান আমিও, খুব আবেগ দিয়ে মেয়েলি আর আহ্লাদী গলায় একটু জিহ্বায় বাজিয়ে উত্তর দেয় রফিক, আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবোনা জান পাখি। খুশি হয় ফারিয়া; বলে, যতদিন বেঁচে থাকি যেন একসাথে বাঁচি। আর মরে গেলেও যেন একসাথে মরি। আল্লাহ যেন আমাদের এক সাথে মরন দেয়, আমি তো সারাক্ষন আল্লাহর কাছে এই কথা বলি, তুমিও বলবা ঠিকাছে রফিক??
বলবো বলবো কাঠ খোট্টা জবাব দেয় রফিক। মনে মনে ভাবে কার মরন কোথায় কীভাবে হয় ঠিক আছে! যদি এই মেয়ে আগে মরে আমার কি ঠেকা লাগছে এর সাথে মরার! আজাইরা যত্তসব। ফাজিল মেয়ে আল্লাহর কাছে যত খুশি নিজের মরন চেয়ে আন, আমারটা চাস ক্যারে!

রিক্সায় করে বেড়াতে যাচ্ছিলো ওরা, যেতে যেতে রিক্সাটা হঠাৎ লাগলো একটা অটোর সাথে ধাক্কা, রফিক ধরে ফেলবার আগেই ফারিয়া ধাক্কা সামলাতে না পেরে নিচে পরে গেল, পরেই শব্দ করে কান্না জুড়ে দিলো পা পা করে, কাছে এগিয়ে গেল রফিক। জান কলিজা ময়না পাখি কি হইছে?? বেশি ব্যাথা পাইছ!!? তোমাকে এখুনি হসপিটালে নিয়ে যাব চল! ধরতে যেতেই ফারিয়া আরও জোরে কান্না জুড়ে দেয়, আচ্ছা ফাজিল মেয়ে তো চারপাশে লোকজন জমে যাচ্ছে যে!! আরে!! একটু দূরে কয়েকটি মেয়ের সাথে ওটা টুম্পা না!? (টুম্পা রফিকের ছোট বোন) ও তো দেখছি এদিকেই এগিয়ে আসছে!!!

এইরে টুম্পা যদি দেখে ফেলে বাসায় গিয়ে মাকে বলে দিলেই সেরেছে, মা বলবে এই জন্যই তো বলি পড়াশুনা মাথায় উঠেছে কেন!! এখুনি এই বয়সে মনে এত প্রেম জাগছে!!চল তোরে বিয়া করাইয়া দেই তাইলে, কি বলিস!!
ওহ! রফিক আর কিছু ভাবতে পারছেনা!! ঝট করে আস্তে আস্তে ভিড়ের ভেতর হারিয়ে যেতে যেতে একছুটে সেই জায়গা থেকে বেরিয়ে আসে ও!

এত দূর থেকেও ফারিয়ার বিলাপ শোনা যাচ্ছে!! মেয়ে তো নয় যেন ডাইনী একটা!! কোন নরমাল মেয়ে এত জোরে চিৎকার করতে পারে নাকি!!! মাইকের আওয়াজ ও তো এত দূরে আসতো না!!!।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন B-) B-)

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ :) :)

২| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৮

SwornoLota বলেছেন: যেই লাউ সেই কদু। যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন।
যা কিছু গল্প তাই বাস্তব।

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৩

সামিয়া বলেছেন: যাহা অন্যরকম তাহাই স্বর্ণলতা :) :) :) :)

৩| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩

বিলুনী বলেছেন: আজ কালকার ভাল বাসার ভাব গতিক বুঝা দায় , অনেক সময় বিপদ দেখে পালায় ।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

সামিয়া বলেছেন: হুম। ঠিক ঠিক.... :) :) :) :)

৪| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

SwornoLota বলেছেন: হা হা! ধন্যবাদ আপু। ভালো লাগলো। মজাও পেলাম!

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: :) :) :)

৫| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫০

এডওয়ার্ড মায়া বলেছেন: কবে একদা আপনার একটা ছবি ব্লগ দেখছিলাম ।
ছবি টবি ই ভাল ছিল =p~

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪

সামিয়া বলেছেন: ছবি টবি ও তেমন একটা সুবিধার ছিল না :( :(

৬| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

মাদিহা মৌ বলেছেন: হা হা হা ! !!

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫

সামিয়া বলেছেন: :) :) :)

৭| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আজকালের প্রেমের কথা জানলাম।

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৫

সামিয়া বলেছেন: :) :) :)

৮| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন ভালবাসা কই?

কেবলই তারুন্যের উচ্ছাস, যোভনের তাড়না আর সময়ের প্রয়োজন!

সেই গীবর ভালবাসা দুর্লভ। যে পায় সে ভাগ্যবান :)

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০

সামিয়া বলেছেন: ধরে নিচ্ছি আপনি ভাগ্যবানদের দলে।

৯| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.