নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

online harassment হলে কি করা উচিত? need suggestion

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৮



আমি harassment হয়েছি somewhereinblog এ,
please guys suggest me online harassment হলে কি করা উচিত?
somewhereinblog এ harassment হলে কি করা উচিত?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪১

বিজন রয় বলেছেন: যতদূর জানি আপনারা দুজনই দায়িত্ববান ব্লগার। এভাবে সংঘর্ষে জড়িয়ে পড়া একদম ঠিক হয়নি।

এক্ষেত্রে আরণ্যক রাখালকে আমার বেশি এগ্রেসিভ মনে হয়েছে। প্রতিউত্তর মার্জিতভাবে দেওয়া যায়। গালাগালিও মার্জিতভাবে করা যায়।

ব্লগে অনেক ধৈর্য্যের পরিচয় দিতে হয়।

২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:০২

সামিয়া বলেছেন: যদি জানতাম এত নোংরা কথা শুনতে হবে তবে অবশ্যই কমেন্ট করতাম না, এভাবে সংঘর্ষে জড়িয়ে পড়া একদম ঠিক হয়নি এই কথার মানে কি? আমি কোন সংঘর্ষে জরাইনি।

২| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৫

সুব্রত দত্ত বলেছেন: এমন সংঘর্ষ কাম্য নয়। দুঃখজনক ঘটনা।

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৯

সামিয়া বলেছেন: এটা একতরফা অ্যাটাক , জোক থেকে সে গল্প লিখেছে, আমার কাছে জোক টা ছিল তাই কমেন্টে দিয়েছি, তার রিপ্লে এত জঘন্য হতে হবে???

৩| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০

বিজন রয় বলেছেন: আমার মন্তব্যটি ভালভাবে পড়ুন আর একবার। কাকে কি বলেছি সেটা অনুধাবন করুন।


২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৫

সামিয়া বলেছেন: ওর বাজে বাজে কথা পরে মাথা ঠিক নাই বিজন রয় , আমি এরকম শুনে একদম অভ্যস্ত নই।

৪| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৬

অপরিচিত সেই আমি বলেছেন: কোন পোস্টে এই ধরনের ঘটনা ঘটেছে তার লিংকটা কি দেবেন? যতদূর জানি, আরণ্যক রাখাল একজন দ্বায়িত্বশীল ব্লগার। সুতরাং তার এই ধরনের মন্তব্যটা অবশ্যই অগ্রহণযোগ্য! তবে আপনার মন্তব্য করার ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। লেখক তার পোস্টে যাই লিখুক না কেন, সেটা কপি হোক অথবা চুরি, যদি তথ্যসূত্র উল্লেখ করেন তাহলে তখন আর সেটাকে কপি বা চুরি বলা যায় না। তবে যদি তথ্যসূত্র উল্লেখ না করে থাকেন সেক্ষেত্রে ভিন্ন কথা! যাহোক সকল সমস্যার সমাধান হোক এটাই কাম্য!

৫| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

বিজন রয় বলেছেন: সামিয়া, আমি অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আছি।
আপনি শান্ত হোন। অবশ্যই পাশে পাবেন।

এমন কেন হয়েছে তার সূত্রটা কিন্তু আমি জেনেই এখানে কথা বলেছি। আপনি এই পোস্ট দেওয়ার পর সবগুলো মন্তব্য দেখে এসে তারপর এখানে কথা বলেছি।

আরণ্যককে আমার বাড়াবাড়ি মনে হয়েছে। সে আপনার এখানে এসে ওই মন্তব্যটি করে অনেক খারাপ করেছে। এটা কোন দরকার ছিল না।

আর আরণ্যকের সেই পোস্টে আপনি এমন খারাপ কিছু বলেননি যে ওভাবে বলতে পারে।

যাহোক, আশাকরি এমন আর হবে না।

প্লিজ ধের্য্য ধরুন।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রইলো ।

৬| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

আমার জানা মতে আপনারা সামুতে মোটামুটি প্রতিষ্ঠিত। আপনারা যদি সংঘর্ষে জড়িয়ে পড়েন তাহলে সামুর পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।
এ থেকে আপনাদেরও আমাদের সকলকে বের হয়ে আসতে হবে।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৯

সামিয়া বলেছেন: আমি বুঝিনি এরকম অপ্রীতিকর কিছু ঘটবে

৭| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যে কোন ব্লগীয় সমস্যায় দ্রুত সাড়া পেতে [email protected] এই ঠিকানায় মেইল করুন।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১২

সামিয়া বলেছেন: ওহ কি বলে যে ধন্যবাদ জানাবো! বড্ড বাঁচা বাঁচালেন , অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞ হলাম, তথ্যের জন্য ও ।

৮| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্যাপারটা নিন্দনীয়। যত দ্রুত এমন বিতর্কিত বিষয়ের সমাধান হয় ততই ভালো।

২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:১৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ সাপোর্টের জন্য

৯| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৫

আর. এন. রাজু বলেছেন: কি হয়েছে কাইন্ডলি বলবেন?

২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫২

সামিয়া বলেছেন: আপাতত সমাধান হয়েছে রাজু

১০| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৫

আর. এন. রাজু বলেছেন: জানা হল না।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৯

হাইজেনবার্গ ০৬ বলেছেন: এ জন্যই খাজুরটারে দেখিনা ব্লগে। হ্যাপি ব্লগিং।

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

সামিয়া বলেছেন: :D B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.