নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চলার পথ রোজ ধুলো বালির কুয়াশা
রোজ ভাঙ্গাচোরা
রোজ ভিক্ষুকের জ্বালাতন
রোজ পাঞ্জা লড়া অসহ্য জীবন।
রোজ মাথা ব্যথা,
রোজ অসুখ
রোজ তামাকের সস্তা গন্ধ পথে,
রোজ নিস্ফল
রোজ দীর্ঘশ্বাসে ভরপুর।।
তবু
বাতাসে তোমার গন্ধ,
হৃদয়ে তোমার গন্ধ,
ব্যথায় তোমার গন্ধ,
আতঙ্কে তোমার গন্ধ,
বিরহে তোমার গন্ধ,
ভাইরাস জ্বরে তোমার গন্ধ,
মরতে মরতে বেঁচে ফেরা রোজকার কষ্টে তোমার গন্ধ,
যন্ত্রনায় তোমার গন্ধ,
বিষাক্ত একাকী রাত্রিরে তোমার গন্ধ,
অবিশ্বাস্য তুমিহীন দিনযাপনে আমি......
তোমার গন্ধ পাই।
আর তুমি!!
তুমি আছো নিষ্ঠুর কোন পৃথিবীর স্বর্গে!!
যেখানে পথ চলতে তামাকের সস্তা গন্ধ নেই,
বাতাসে ধুলো নেই,
বাইরের রোদ্দুর নেই,
ভাইরাস জ্বর নেই,
আবেগ আর অস্তিত্ব নেই,
টানাপোড়েন নেই,
মাথা ব্যথা রোগ নেই,
অপেক্ষার প্রহর নেই,
অসহ্য কষ্ট নেই।
তোমার
বৈভবে আবৃত বোধহীন স্বর্গ...
যেথায়...
আমার মত সাধারনের
সেথায় প্রবেশ নেই।।
২| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনি লিখেছেন,
বাতাসে তোমার গন্ধ,ঠিক আছে
হৃদয়ে তোমার গন্ধ,ঠিক আছে
ব্যথায় তোমার গন্ধ, এটা কি ঠিক? ব্যাথায় গন্ধ হয় কি করে ব্যাথা তো অনুভব করা যায়
জানি ঠিক বললাম কিনা । আশা করি কিছু মনে করবেন না। আমার কাছে ভুল মনে হল তাই বললাম
ভাল থাকবেন আপু
৩১ শে মে, ২০১৬ দুপুর ১:৩৪
সামিয়া বলেছেন: সব কাব্যিক ব্যাপার সবার বোধগম্য নয়। লেখালিখিতে রূপক বলে একটা শব্দ আছে যার অর্থ সরাসরি না বলে ঘুরিয়ে বলা, পেচিয়ে বলা বোঝা যাবেনা এমন ভাবে বলা, আমি সেই কাজটাই করেছি এটাতে।
৩| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২
বিজন রয় বলেছেন: অসাধারণ।
++++
০২ রা জুন, ২০১৬ দুপুর ২:০৩
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয়
৪| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৫১
তানজির খান বলেছেন: ভাল লাগলো কবিতার ছন্দ ও গন্ধ। অসাধারণ ,শুভকামনা রইল। আমার লেখায় নিমন্ত্রণ।
০২ রা জুন, ২০১৬ দুপুর ২:০৫
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৯
সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দারুন লাগল ।
১৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১:০১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা লিখতে গেলে ভাষা প্রয়োগের দিকে নজর দিতে হয়। আমি কবিতা লিখতে গেলে আগে দেখব এটা শব্দের পরে আরেকটি শব্দ ব্যাবহার করছি সেটা উপযুক্ত হচ্ছে কিনা।
কোন এক কবি লিখেছিলেন - তুমি মাছের মত চক্ষু মুদে আছ
এখানে ভুলটা হল মাছ কখনও চোঁখ বন্ধ করে না।তাহলে তুমি মাছের মত চোঁখ বন্ধ করে আছ কেমন করে হয়।