নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে বাসে ওঠার পরপরই পুরো বাস সজাগ হয়ে গেলো, কেউ কেউ সাইট টক, হাল্কা পাতলা ইভটিজিং ও করতে লাগলো, কিছুতেই ভুক্ষেপ নাই তার, বলা যায় এক রকম চিৎকার করেই কথা বলছে সে, ‘অ্যাই ফোন রাখবেনা ফোন রাখবেনা বলছি আমার কথা শোনো তুমি, তুমি আমার কত্থা না শুনে ফোন রাখবেনা, ওকে আমি স্ক্রিন শট পাঠাচ্ছি তোমায়, হ্যাঁ এক্ষুনি, ফোন রাখবেনা।’
খুবই উত্তেজিত কথোপকথন, আশেপাশের দুই একটা কম বয়সী ছেলেরা হাল্কা পাতলা টিজিং করে চুপ হয়ে গেলো, সবার মনে হচ্ছে ঘটনা খুবই সিরিয়াস, সবাই অপেক্ষা করছে নেক্সট কি নেক্সট কি, সবার ভেতর টান টান উত্তেজনা।
ও এসে বসলো আমার পাশেই, কলেজের ড্রেস পরনে, কাধে ব্যাগ, লম্বা শুকনা মেয়েটা খুবই আপসেট, সবাই মেয়েটি আমার পাশে বসায় আরও আগ্রহ ফিরে পেল, এটা হয়তো আমার চেহারার দোষ, আমার চেহারায় রাগী ভাব প্রবল।
ওর পাশে সত্যিই টেকা যাচ্ছিলো না! ওর কথার আওয়াজে! মেয়েটি খুবই চিৎকার করে কথা বলছিল।
ভাবলাম আমি যদি ওকে আস্তে কথা বলতে বলি আমার সাথে না আবার ঝগড়া বেঁধে যায়, সত্যি আমার কান ফেটে যাচ্ছিলো ওর কথার আওয়াজে, তবু আমি অনেক ধৈর্য ধরে চুপ করে রইলাম, পেছনের সিট থেকে মেয়েটিকে নিয়ে ফিসফাস হাসাহাসি, সারা বাসে আমরা মোটে দুটো মেয়েই, তার মধ্যে মেয়েটির কথা গুলোতেও এত আনইজি লাগছিলো,
কি বলতেছ তুমি! আমি ওই ছেলের কি বলছি ? তুমি নিজে কানে শুনছ! কি বললা? ওরে আমি ফোন দিছি! তুমি বিশ্বাস কর আমারে, আর একটা কথা বলবে না, আমি কিন্তু ছাইরা কথা বলুম না, তুমি লাইনে থাকো আমাদের দুই বছরের সম্পর্কের কসম তুমি ফোন রাখবেনা, আমি স্ক্রিন শট দিতেছি।
মেয়েটির হাত কাঁপছে ও ফোনের ভলিউম সাইড আর মাঝের অংশে একসাথে ক্লিক করতে পারছেনা তাই স্ক্রিন শট ও নিতে পারছেনা, বার বার চেষ্টা করছে সাথে আনলিমিটেড ঝগড়া চলছে, আমি বললাম আমি স্ক্রিন শট নিয়ে দেই?
মেয়েটি পাশ ফিরে চাইলো এবং এই প্রথম সে আমাকে দেখল কিছুটা বাস্তবেও ফিরে এলো, একটু নরম গলায় ছেলেটিকে বলল আমার পাশে এক আপু বসেছে সে স্ক্রিন শট নিয়ে দিচ্ছে, একটু অপেক্ষা কর।
ঝগড়া বন্ধ হল তাদের। ঠাণ্ডা হয়ে ফোন রাখল, মন খুব খারাপ খানিকটা চিন্তিত, বিপর্যস্ত, ক্লান্ত।
বললাম সম্পর্কে ঝগড়াঝাটি থাকবেই।
মেয়েটি মুখ খুলল আজ সকালে বাসা থেকে বের হইছি পরিক্ষার কথা বলে, ওর ভাই এর বিয়ের কেনা কাটা করতে যমুনা গেছিলাম, ফিরবার পথে লাগছে ঝগড়া, ও আমার মোবাইল রেখে দিছে, আর ওর একটা মোবাইল আমাকে দিয়ে দিছে,
-কেন তোমার ফোন রাখছে?
-কি জানি আপু, ওর মনে খালি সন্দেহ। এখন ওর মোবাইলে ওর কাজিন না কে জানি কথা বলছে আমার সাথে, সেই নিয়া আবার তার হাজার সন্দেহ।
- কতদিন হল রিলেসনের?
- ২ বছর
- অনেক দিন
- হুম, আমার আব্বা বাদে বাসার সবাই জানে।
- তোমার ফোনে যদি তোমার আব্বা ফোন দেয় আর ও যদি ধরে ফেলে?
- তাই তো!!!
আবার ফোন করা স্টার্ট, আবার খানিকটা ঝগড়া। ফোন রেখে দীর্ঘনিঃশ্বাস।
- কই পড়?
- রাজউক কলেজে, ইন্টারে,
- ও কই পড়ে?
- এ আই ইউ বি তে। বি বি এ, বাসায় একটা ফোন করা দরকার , সেই সকালে বের হয়েছি, যেই জ্যাম রাস্তায়। যেতে তো টাইম লাগবে, এখন আমি কি যে করি,
- ওর মোবাইল থেকেই কল দাও, দিয়ে বল বাসার কাছাকাছি চলে আসছ, মোবাইলের দোকান থেকে ফোন দিছ, তাহলেই হবে,
মেয়েটি তাই করলো, বাকী পথ সে আমার সাথে অনেক অনেক গল্প করতে করতে ফিরেছিল। নামতে নামতে বলল
যাই আপু কথা হবে,
আমি চেয়ে আছি।
নিজের ভুল বুঝল আবার বলল দেখা হলে কথা হবে,
মৃদু হাসলাম
সে কিছুটা এগিয়ে গিয়েছিলো। প্রায় দৌড়ে আবার আমার কাছে ফিরে এলো, যেমনটা আমরা ফিরে যাই প্রিয় মানুষের কাছে, এসে বলল আমরা তো একি দিকে থাকি, পথে চলতে চলতে দেখা তো হবেই । আমি হাসলাম ।
আজকাল কার প্রেম ভালবাসার সম্পর্ক গুলো কেন যে এত জটিল হয়!!!!!
বিঃ দ্রঃ এটা কোন গল্প নয় আমার জীবনে পথে ঘাটে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা।
০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৪৭
সামিয়া বলেছেন: হুম সেটাই অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮
মহা সমন্বয় বলেছেন: আমাদের দুই বছরের সম্পর্কের কসম তুমি ফোন রাখবেনা, আমি স্ক্রিন শট দিতেছি।
পাবলিক প্লেসে এই সব আজাইরা প্যাঁচাল আমার মোটেও ভাল লাগে না।
অনেকেই ঘর আর বাহির দুটোর মধ্যে পার্থক্য বুঝে না।
০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৪৮
সামিয়া বলেছেন: ঠিক বলেছেন মহা সমন্বয় ধন্যবাদ আপনাকে
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:২৮
ডার্ক ম্যান বলেছেন: নতুন জিনিস শিখলাম প্রেমের কসম
চালিয়ে যান,
০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৪৯
সামিয়া বলেছেন: হাহাহাহা ধন্যবাদ ডার্ক ম্যান
৪| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৪৭
তানজির খান বলেছেন: এত সন্দেহ নিয়ে মানুষ কেন যে ভালবাসতে আসে। কারন ছাড়া সন্দেহ বিরক্তিকর। ভাল লাগলো পোস্ট। বারবার আসা হবে আপনার লেখায়।
০৪ ঠা মে, ২০১৬ দুপুর ২:৫৩
সামিয়া বলেছেন: সেটাই আজকাল ভালোবাসার অপর নাম সন্দেহ আর অভিযোগ। ধন্যবাদ অনেক অনেক তানজির খান
৫| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৪০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পড়লাম, তবে মন্তব্য করার মত কিছু মাথায় আসছে না...
০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৪৩
সামিয়া বলেছেন: এইটাই মন্তব্য মুহাম্মদ জহিরুল ইসলাম
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকাল কার প্রেম ভালবাসার সম্পর্ক গুলো কেন যে এত জটিল হয়!!!!!
অবিশ্বাস! সন্দেহ! ওভার স্মার্টনেস শো করতে গিয়ে ধরা খাওয়া, মিথ্যা, ব্রেকাপ নামেরশব্দটাকে বাস্তব করতেই হবে যেন.. নাইলে রিলেশন কিসের!! টাইপ ফিলিংস থেকেও না চাইলেই ঝগড়া! সব কিছুকে হালাকা ভাবে নেয়া.. আরও আরও কত ইস্যু.
আপানর ধৈর্য্য আছে!