নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

পথে ঘাটে পর্ব ( ১১)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫



একদিন বি,আর,টি,সি বাসে।
যেতে যেতে ব্যাক সিটে বসা দুই ছেলের কথোপকথন! ইচ্ছে করে শুনেছি তা নয়। ওদের কথা আমার কানে এসে উপচে পড়ছিল।
এই যুগেও এমন ছেলে আছে ভাবতেও অবাক লাগে। তাদের কথোপকথন এর অংশ তুলে দিলাম।
- ভাই ওরে আল্লায় বানাইছেই আপনের জন্য ভাই আপনি কোন চিন্তাই কইরেন না ও আপনার হইবই হইব ভাই।
- আমিও তাই ভাবি। আশাবাদী দীর্ঘনিঃশ্বাস।
- ভাবা ভাবির কিছু নাই ভাই, ও ধরেন আমার ভাবি হইয়া গেছে অলরেডি।
- তোমার ভাবি মানে!?
- আরে ভাই বুঝলেন না ভাই আপনার বউ মানে আমার তো ভাবিই!
- ও, তা অবশ্য ঠিকই বলছ, আমার বউ হইলে তোমার তো ভাবি।
- ভাই ওর সাথে কি আপনার কোনোদিন কথা হইছে?
- কোনোদিন কথা হইছে মানে! ওর সাথে কত কথা কইলাম আর তোমার মনে হইছে আমার ওর সাথে কথাই হয় নাই!
- আজকে কথা হইছে?
- না আজকে কথা হয় নাই।
- গতকালকে?
- না গতকাল্ ও না,
- তাইলে কবে কথা হইছে?
- দিন পনের আগে সম্ভবত
- পনের দিন আগে! মাত্র পনের দিন আগে! ভাই কি কথা হইছে?
- তেমন কিছু না, একা একা দাঁড়িয়ে ছিল আমি বললাম আইস্ক্রিম খাবে?
বলল না আমি আইস্ক্রিম খাবনা ঠাণ্ডার সমস্যা।
- ওরে ভাই আপনি ওরে আইসক্রিম সাধলেন!
- হু কিন্তু ও বলল আইসক্রিম খাইনা ঠাণ্ডার সমস্যা
- তবু বলছে তো
ও কিন্তু ভাই অন্যরকম মেয়ে, কারো সাথে তো কথাই বলেনা, ও যে আপনারে এই কথা বলছে তারমানে কিন্তু ভাই আপনেরে ও পছন্দ করে,
- এইটা ঠিক সাউথ ইষ্টে ওর মত আর একটা মেয়েও নাই।
- হ ভাই আবার গাড়িও আছে, প্রায়ই দেখি গাড়িতে করে আসে।
- হ্যাঁ গাড়িও আছে। গাড়িতে করে আসে।
- ভাই আপনি ওরে বলছেন যে আপনি ওরে ভালোবাসেন।
- বলিনাই তবে একটু ঘুরিয়ে বলছি যে তুমি সাউথইস্টের যে কোন ছেলেরে চাইলে বিয়ে করতে পারবা কেউ তোমারে অপছন্দ করবেনা
- জবাবে কি বলছে ভাই?
- জবাবে একটা কথাই বলছে, সেটা হল ‘’বাংলাদেশে আমার যোগ্য ছেলে নাই।‘’
- এইটা তো খারাপ বলছে।
- এইটা খারাপ বলছে ঠিক কিন্তু আমি পেছনে লেগে আছি।
- লেগে থাকেন ভাই একদিন ভাবির আপনার প্রতি ভালোবাসা হইবই।
- পুরা বাংলাদেশে ওর যোগ্য ছেলে নাই কথাটা কিন্তু এক হিশেবে খারাপ বলে নাই, হতে পারে আমারে বাদ দিয়া বলছে!!!!!
- ভাই আপনের ভাই তুলনা হয়না ভাই, ঠিক এইটা হইতে পারে।
- আমিও বুঝি যে ও যে আমারে পছন্দ করে,
- ক্যামনে ভাই
- একদিন আমারে ও মিস কল দিছিল।
- পরে? ওই ছেলের কণ্ঠে টান টান উত্তেজনা। ( আমার ও একটু)
- আমি কল ব্যাক করছি।
- কি কইছে ভাই
- বলে এমনি ভাললাগছিলনা মন নাকি খুব খারাপ তাই ক্লাস ডায়েরী থেকে ক্লাসের সবার যত নাম্বার পাইছে সব নাম্বারে মিস কল দিসে।
- ও ভাই তবু তো দিসে
- হ্যাঁ সেইটাই কথা তবু তো দিসে কলটা আমার নাম্বারে না দিয়ে বাদ ও তো পরতে পারত!
- একেই বলে মনের টান। তারপর কি বলছে ও?
- বলছে ওর বড় ভাই বোনগুলো খুব খারাপ ওকে নাকি ওর বড় বোন বকেছে
- ক্যা বকছে ক্যা?
- বিকেলে একটু রেডি হয়ে বের হবে ভাবছিল, ওর আব্বু আম্মু নাকি টুর এ গেছে। ওদের বুয়াও নাকি আবার ছুটিতে, ওর বড় বোন বলল কোথাও যেতে পারবেনা আমাকে রাঁধতে হবে তাই কাজে হেল্প কর, আলুর খোসা ছাড়িয়ে দাও।
- আহারে এত বড় শয়তান ওর বোন!!!
- আমি ওকে অনেক শান্তনা দিসি
- ভালো করছেন ভাই ভাবির এই দুঃখের সময় আপনে শান্তনা দিবেন না তো কে দিবে!!!
এক পর্যায়ে বাস এসে থামল গন্তব্য স্থলে। নামতে নামতে শেষ কথা যা শুনলাম আপনি সিওর থাকেন ভাই ও আপনেরই হবে। আল্লাহ লায়লা মজনু শিরি ফরহাদ বানাইছে না, তেমনি আপনাদের ও বানাইছে।‘

বিঃ দ্রঃ এটা কোন গল্প নয় আমার জীবনে পথে ঘাটে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ এত মনযোগ দিয়া এই রোমাঞ্চকর রোমান্টিক ডায়লগ শোনার পর আপনার অনুভুতি?

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

সামিয়া বলেছেন: অনুভুতি মাশাল্লাহ ভালো, উনার জন্য অনেক দোয়া। :) :) :)
ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪

রায়হান মজিদ বলেছেন: onek asha nea post pore hotasha nea biday nissi...

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

সামিয়া বলেছেন: হতাশ হলে কি আর করা।। ধন্যবাদ তবু .।.।.।.।.।।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
এরকম পজিটিভ মাইন্ডেড মানুষ দরকার আসে! :P

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: :) :) :) ঠিক ঠিক :) :) :) ধন্যবাদ ইমরাজ কবির মুন

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

রাজসোহান বলেছেন: এরকম একবার আমার হোয়াটসএপেও মিস্কল আসছিলো। আমি ভাবছিলাম কী না কী /:) পরে কয় ভুলে চাপ পইড়া গেছে :-/

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫২

সামিয়া বলেছেন: আহারে :) :) :) :) :) :)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দারূণ মজা পাইলাম। ভাল থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: :) :) :) ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

উল্টা দূরবীন বলেছেন: সব শুনেই মুখস্ত কইরা ফেলাইলেন? আপনার স্মৃতিশক্তি তো দারুণ মাইরি!!!
লেখা পইড়া আমার কাছে মনে হইছে যে পোলাটা বেশি ভাই ভাই করছে ও কিছুটা আঁতেল টাইপের।

তবে, আপনার লেখাটা ভালো লাগছে।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

সামিয়া বলেছেন: মনে থাকা আর মুখস্থ করা এক কথা না, এসব ফালতু জিনিস মুখস্থ করব কেন,

৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

ফয়সাল রকি বলেছেন: পুরা বাংলাদেশে ওর যোগ্য ছেলে নাই কথাটা কিন্তু এক হিশেবে খারাপ বলে নাই, হতে পারে আমারে বাদ দিয়া বলছে!!!!!
পুরাই রোমান্টিক পোলা... B-)

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

সামিয়া বলেছেন: হাহাহা হুম রকি ঠিক ঠিক ।

৮| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, আপনারতো দেখি ফটোগ্রাফিক মেমোরি !! দুই বলদের আলাপ একেবারে হুবহু পেস্ট করে দিয়েছেন !! B-) B-)

১১ ই মে, ২০১৬ সকাল ৯:১১

সামিয়া বলেছেন: অবিশ্বাস্য হলেও ব্যাপার সত্য, আমি মানুষ কে হুবহু নকল ও করতে পারি লোল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.