নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়িতে পেন্ডুলামের মতো খাঁচাটি ঘুরছে
তাতে দুটি চড়ুই পাখি প্লাস্টিকের।
সকালের সফেদ কুয়াশা ভেদ করে
দ্রুতবেগে ছুটে চলে একটা দুটা গাড়ি।
খাঁচাটি পেন্ডুলামের মতো অনবরত ঘুরছেই।
পেন্ডুলামের মতো ক্রমাগত ঘুরছে আমার জীবনও।
একদম শান্তি পাচ্ছি না কোথাও
যা দেখি যাকে দেখি
একদম শান্তি পাইনা
এরা সুযোগ পেলে দুটা কথা শুনিয়েই ছাড়বে।
মানুষ খুবি বিরক্তিকর প্রাণী
আমিও মানুষ
কই আমিতো কাউকে বিরক্ত করিনা,
আমি শুধু একটু
একা থাকতে চাই।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে
আমি একা থাকতে চাই।
অসহ্য অপমান নিয়ে
আমি একা থাকতে চাই।
আমার দুঃসময় নিয়ে
আমি একা থাকতে চাই।
আমার একাকীত্ব নিয়ে
আমি একা থাকতে চাই।
আমার কষ্ট দেখে খুব হাসি পাচ্ছে বুঝি
তাহলে হাসো
কে মানা করেছে!
তবু আমায় কিছুক্ষণ
একা থাকতে দাও।
কতদিন একা থাকিনা।
খাঁচাটি পেন্ডুলামের মতো অনবরত ঘুরছেই।
পেন্ডুলামের মতো ক্রমাগত ঘুরছে আমার জীবনও।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
সামিয়া বলেছেন: ok..
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
শ্রাবণধারা বলেছেন: কবিতাটা আমার কাছে ভালই লাগলো । পেন্ডুলাম, খাঁচা,প্লাস্টিকের চড়ুই পাখি, বিরক্তিকর মানুষ, একা থাকতে চাওয়া । উপমাগুলো বেশ ভাল - যদিও একটু এলোমেলো। পড়ার পরে ঘূর্ণনটাই মাথার মধ্যে বেশি করে থাকে ।
আর পেন্ডুলাম তো দোলে - দোলা ব্যাপারটা, এক জায়গায় spin এর চাইতে ভাল হয়তো .....।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
সামিয়া বলেছেন: শ্রাবণধারা ভাইয়া আপনার কঠিন বাস্তবতার যে কঠিন এক্সপেরিয়েন্স !!! পেন্ডুলাম তো কিছুই না । ধন্যবাদ আর ভালো থাকবেন।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
লালপরী বলেছেন: ভালো লিখেছেন ++++্
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ লালপরী ♥♥♪
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
শ্রাবণধারা বলেছেন: "ইতি সামিয়া বলেছেন: শ্রাবণধারা ভাইয়া আপনার কঠিন বাস্তবতার যে কঠিন এক্সপেরিয়েন্স !!! পেন্ডুলাম তো কিছুই না"
আপনার প্রতি-মন্তব্য পড়ে বেশ মজা পেলাম এবং অনেকক্ষণ হাসলাম । আসলে কি, আমাদের সীমাবদ্ধ জীবনের বাইরে যে জীবন তার বাস্তবতা তো মোটের উপর অনেক অনেক কঠিনই । তবে কেউ যদি কঠিন বাস্তবতাতেও নিজের উপর আস্থা রাখে আর তার কাজগুলো ঠিক ভাবে করে তাহলে বাস্তবতা তাকে কঠোর না করে উল্টো কোমলতা দান করে - অনেকটা গরম পানিতে আলু সিদ্ধ করলে আলুর যা হয় আর কি
আমার সেই কঠিন জীবনে অফিস থেকে বের হয়ে আমি মাথা থেকে সম্পূর্ণই অফিসটাকে ঝেড়ে ফেলতে পারতাম । কাওরান বাজার থেকে হেটে হেটে চলে যেতে পারতাম বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরীতে । নটা দশটা পর্যন্ত লাইব্রেরীতে কাটিয়ে রামপুরার বাসায় ফিরতাম হেলে দুলে । তারপর প্রায় প্রতি রাতেই রবীন্দ্রনাথ সাহেবের অপূর্ব সব গান শুনতে শুনতে ঘুমোতে যেতাম । এই রুটিনটা কিন্তু সম্পূর্নই ভেঙ্গে গেল আমার তথাকথিত নামজাদা এমএনসিতে চাকরি শুরুর পর থেকে। সত্যি বলতে কি অনেকটা ত্যাগী সন্ত-টাইপ জীবন থেকে আমি পেট-মোটা ভোগীদের দলে নাম লেখালাম ।
যাক, অনেক কথা বলা হয়ে গেল । ভাল থাকবেন, আপনিও । শুভ কামনা ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০
সামিয়া বলেছেন: হুম আমি বুঝেছি ব্যাপার টা। আর আপনার সব কথা ই কিন্তু অনেক inspirational । আপনি ও অনেক অনেক ভালো থাকবেন। be happy
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
মাহবুবুল আজাদ বলেছেন: তবু আমায় কিছুক্ষণ
একা থাকতে দাও।
কতদিন একা থাকিনা।
খাঁচাটি পেন্ডুলামের মতো অনবরত ঘুরছেই।
পেন্ডুলামের মতো ক্রমাগত ঘুরছে আমার জীবনও। দোদুল্যমান জীবনের ইতি হোক। সুখের সরলরেখায় পর্যবসিত হোক জীবন।
ভাল লাগল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
সামিয়া বলেছেন: কবিতার অংশ বিশেষ বোল্ড করে কমেন্ট করায় আমি খুশি। ধরে নিয়েছি যে এই লাইন কটি কোন একজনের অন্তত ভাল লেগেছে। অনেক অনেক ধন্যবাদ dear মাহবুবুল আজাদ।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: ভাল লাগল একা থাকা।
+++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
সামিয়া বলেছেন: হুম :0
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: দুটি চড়ুই পাখি প্লাস্টিকের।
অংশটুকু অনেক ভালো লাগল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
সামিয়া বলেছেন: হাহা যাক তবু কয়েকটি শব্দ অন্তত ভাললাগছে। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
তার আর পর নেই… বলেছেন: কবিতার মতো ঠিক লাগেনি। তবে পেন্ডুলাম মাথায় ঢুকছে।