নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দরের সংজ্ঞা একেক জন এর কাছে একেক রকম ,সুন্দর বলতে সর্ব পরিচিত যে কথা সেটি হল আমাদের চোখ যা দেখে আরাম পায় তাই এ সুন্দর। আসলে কি তাই ? আমাদের চোখ তো কতো কিছু দেখেই আরাম পায় তাই বলে কি সবি সুন্দর ? একজন পিশাচ শ্রেণীর মানুষের চোখে সব চাইতে কদাকার কুৎসিত কিছু সুন্দর হতে পারে , পারে না ? আমিতো বলব যা কিছু ভাল তাই ই সুন্দর । যা কিছু মানুষের কষ্ট থেকে সাময়িক মুক্ত রাখতে পারে তাই ই সুন্দর , যা কিছু মানুসের উপকার করে তাই ই সুন্দর , যা কিছু মানুষ তথা সমগ্র জীব কুলের জন্য মঙ্গল তাই ই সুন্দর। প্রতিক্ষাতে প্রতিক্ষাতে রাত হয়ে যায় ভোর,একটি নয় দুইটি নয়, হাজার বছর, আমি কেবল অশান্তিতে ভুগি।
ফুল যে ওইখানে এমনি এমনি ছিল তা নয়। ছবিটা তোলার জন্যই ফুলের ব্যবস্থা, কিন্তু দৃশ্য টা বিধাতার অপরিসীম দান। এটা আমার বাড়ির খুব কাছেই একটা জায়গা, এইখানে দাঁড়ালে জানিনা কি কারনে মন বিসন্ন হয় শুধু বিসন্ন না খুব খুব অতিরিক্ত বিসন্ন।
প্রাণ ও প্রকৃতি আলাদা কিছু নয়।
গাছটার নাম হল Mimosapudica (from Latin: pudica "shy, bashful or shrinking"; also called sensitive plant, sleepy plant and the touch-me-not) ছোট বেলায় লজ্জাবতী গাছ এর পাতা ছিল অপরিসীম এক বিস্ময় ধরলেই বুজে যায় কি করে!!?? মাঝে মাঝে জীবনে ভয়াবহ ঝড় আসে, প্রতি মুহূর্ত তখন মৃত্যুর চাইতেও কঠিন মনে হয়, তবু মানুষ বেঁচে থাকে, তবু আমরা বেঁচে থাকি, তবু আমি বেঁচে থাকি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
সামিয়া বলেছেন: হুম বুঁড়িগঙ্গায় তোলা @ আকাশ
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
পার্থিব লালসা বলেছেন: ভাললাগা
অনিমেষ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪
সামিয়া বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ। Be Happy
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লেগেছে। প্রথম ছবিটা কোথায়??
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮
সামিয়া বলেছেন: প্রথম ছবি আশুলিয়ার আশেপাশে তোলা, ভাললেগেছে জেনে ভাল লাগলো, ভাল থাকবেন আর অনেক ধন্যবাদ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর ছবি ব্লগ
+++
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯
সামিয়া বলেছেন: ধন্যবাদ রইল।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: যেমন সুন্দর ছবি তেমন সুন্দর কিছু কথাও বলেছেন।
ভাল লেগেছে পোস্ট
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০
সামিয়া বলেছেন: ভাললেগেছে জেনে ভাল লাগলো, ভাল থাকবেন আর অনেক ধন্যবাদ।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
আম আদমি বলেছেন: সবগুলো ছবিই সুন্দর। কিন্তু শেষ ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ Be Happy
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: সুন্দর !
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
সাহসী সন্তান বলেছেন: শিরোণামে আহামরি কিছু নাই দেইখা ঢুকে দেখি, অনেক কিছুইতো আছে? আমার কাছে কিন্তু অনেক ভাল লেগেছে?
ভাল থাকবেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
সামিয়া বলেছেন: লেখক বলেছেন: হাহাহা আপনার মন্তব্য পরে আমার ও বেশ ভাললাগলো। অনেক ধন্যবাদ।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
নিশি মানব বলেছেন: শিরোনামে লিখা আহামরি কিছুই নয়। কিন্তু ঢুইক্কা দেখি বিশাল কিছু।
কি দিয়া তুলেও এগুলা? মোবাইলের ক্যামেরা?
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
সামিয়া বলেছেন: haha Thanks Bro.. NikonD5100 দিয়া তুলি
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: ভালো লাগলো আপি।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
সামিয়া বলেছেন: Thank you Bro
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ ছবিগুলো অনেক সুন্দর। ছবির গল্পগুলোও। ভাল লাগলো। +
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। Be Happy
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ক্যামেরার হাত চমৎকার !
সব গুলো ছবিইই এক্সিবিশনে যাওয়ার যোগ্যতা রাখে ।
শুভ কামনা জানবেন ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। Be Happy
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
আহমেদ জী এস বলেছেন: ইতি সামিয়া ,
শখের ছবিকারকে স্বাগত । সুন্দর ছবির সাথে কথা ও ক্যাপশানে পোষ্টটি মোটেও হেলাফেলার হয়নি ।
ভালো লেগেছে বলে আপনার শেষ লাইনটির সুরে সুরে বলি - মানুষের জীবনে যে কতো সহস্র জটিলতা , তবুও মানুষ বেঁচে থাকে ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
সামিয়া বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ!! Really I am glad to see your such a Inspire comment. Allah Bless you.
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩
ভিটামিন সি বলেছেন: ভিটামিন সি রিটার্ণস: ছবিগুলি এতো সুন্দর কেরে? ভাল্লাগছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
সামিয়া বলেছেন: মন্তব্য টা এত আলাদা কেরে ! আমারও ভাল্লাগছে। ধন্যবাদ।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
টোকাই রাজা বলেছেন: ভাল লাগল।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছোট্ট কিন্তু সুন্দর একটা ছবি ব্লগ। শুভ কামনা আপনার জন্য।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
সামিয়া বলেছেন: ধন্যবাদ । অনেক ভালো থাকবেন।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
টুথারর্টিন বলেছেন: শেষের পিক টা বেশী ভালো.........
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
সামিয়া বলেছেন: ধন্যবাদ টুথারর্টিন ।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবি ও লেখা মিলিয়ে সুন্দর একটি পোষ্ট।
আপনার ছবি তোলার সেন্স অনেক ভাল।
অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
সামিয়া বলেছেন: কান্ডারি অথর্ব আপনার জন্য ও শুভকামনা। ভালো থাকবেন।
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব চমৎকার লাগলো, পোস্টের ছবি ও ছবির ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা লেখা- দুটোই। অনেক শুভেচ্ছা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
সামিয়া বলেছেন: ভাললেগেছে জেনে আমারও অনেক ভাললাগলো।রেজওয়ানা আলী তনিমা অনেক ধন্যবাদ।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
লেখোয়াড়. বলেছেন:
আহামরি কিছু না তাই এই।
তাহলে আহামরি হলে কি হতো!!
ভাল লাগল আপনার প্রচেষ্টা।
৫ম প্লাস।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
সামিয়া বলেছেন: হাহাহা Thanks Brother ৫ ম প্লাস পেয়ে খুশি ই ই ই ই ই
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার ক'টি ছবি দেখলাম!!! সাথে আরো চমৎকার ক্যাপশন!!!
অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ বীথি
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছোট বেলায় লজ্জাবতী গাছ এর পাতা ছিল অপরিসীম এক বিস্ময় ধরলেই বুজে যায় কি করে!!?? - সেইম হেয়ার।
ছবিগুলো যেমন সুন্দর ছিলো তেমনি ভালো উপস্থাপনা। অসাধারণ লাগলো। ৬ষ্ঠ লাইক।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ
২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩
সুব্রত মল্লিক বলেছেন: ভালো লাগল
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
রাবার বলেছেন: সব ছবি সুন্দর লাগলো
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা একটু বেশিই হয়ে গেল।
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
সামিয়া বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ও নতুন বছরের শুভেচ্ছা।
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত।
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
সামিয়া বলেছেন: ধন্যবাদ dear Dana
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
রুদ্র জাহেদ বলেছেন:
ছবি আর ক্যাপশন মিলিয়ে অনবদ্য ছবি ব্লগ।ছবিগুলো যেমন আকর্ষণ করে সাথে আপুনির হৃদয়ছোঁয়া কথাগুলোও।খুব ভালো লাগল।মনের কথা--
মাঝে মাঝে জীবনে ভয়াবহ ঝড় আসে, প্রতি মুহূর্ত তখন মৃত্যুর চাইতেও কঠিন মনে হয়,
তবু মানুষ বেঁচে থাকে, তবু আমরা বেঁচে থাকি, তবু আমি বেঁচে থাকি।
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ বি হেপি
২৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
মাআইপা বলেছেন: ছবিগুলো তো খুব সুন্দর হয়েছে।
কোন ইফেক্ট ব্যবহার করেছেন কি ?
শুভ কামনা রইল।
২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।। বেশির ভাগ অরিজিনাল পিক ইফেক্ট ছাড়া।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
মাঘের নীল আকাশ বলেছেন: শেষের ছবিটা কি বুঁড়িগঙ্গায় তোলা?