নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ হলে কি করা উচিৎ?

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

মন খারাপ হলে কি করা উচিৎ? আমি জানি প্রায় সব মানুষ যে উত্তর দিবে তা হল গান শুনবেন, বাইরে কোথাও বেড়িয়ে আসবেন অথবা বন্ধুদের সাথে গল্প গুজব করবেন, আড্ডা দিবেন। যাই হোক এই সমাধান গুলো হচ্ছে আহ্লাদীপনা, এতে মন ভালো হয় না বরং মন খারাপ আরও বাড়ে, ব্যাক্তিগত ভাবে আমি মন ভালো করতে যে সমস্ত কাজ করা উচিৎ বলে মনে করি তা হল-
১। কথা বলা কমিয়ে দিতে হবে, মানুষজন এর সাথে কথা বলতে গেলেই তারা বুঝে যাবে যে মন খারাপ, এটা কারো কারো বিনোদনের কারন হতে পারে।
২। কাজে কর্মে অনেক ব্যাস্ত থাকতে হবে। অফিসের কাজ, বাসার কাজ, যে কোন ধরনের কাজ।
কাজ না থাকলে কাজ বানিয়ে করতে হবে, প্রয়োজনে ধোয়া কাপড় চোপড় আবার ধুতে হবে এই টাইপ কাজ।
৩। শারীরিক প্রচণ্ড পরিশ্রম হয় এই ধরনের কাজ বেশি বেশি করতে হবে, যেমন ঘর পরিষ্কার করা্, রান্না বান্না করা (পুরুষ মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য) ঘর মোছা, (নেকরা দিয়ে বসে বসে মোছা) জিম করা, (ট্রেড মিলে ১০ পয়েন্টে দৌড়াতে হবে কম পক্ষে ৪০ মিনিট।)
৪। অতিরিক্ত মন খারাপের সময় শীতের দিনে প্রচণ্ড ঠাণ্ডা পানি দিয়ে গোসল করতে হবে, আর গরমের সময় আগুন ফাটা রোদের মধ্যে হাঁটতে হবে মাইলের পর মাইল।
৫। মন খারাপের সময় যে আপনাকে তুচ্ছ চোখে দেখে এবং অপমান করার ধান্দায় থাকে তার আশেপাশে থাকতে হবে বেশি বেশি, তার উৎকট ব্যাবহারে বলা যায় না আপনার মন খারাপের প্যাটার্ন ঘুরে যেতে পারে।
৬। শপিংমল গুলোতে ঘুর ঘুর করতে হবে, নানা বিজাতীয় মানুষজন কথাবার্তা গান বাজনাতে অনেক কিছু তখন মাথা থেকে উবে যায়, এক্ষেত্রে যমুনা ফিউচার পার্ক আর বসুন্ধরা সিটি কমপ্লেক্স এ ঘুরান দেয়া যেতে পারে। কিন্তু খবরদার কিছু কেনা যাবেনা, মনে কষ্ট নিয়া শপিং করলে বেশির ভাগ শপিং ভুল ভাল হয়, আমার ক্ষেত্রে সব সময় ভুল সাইজের ড্রেস কিনি। অনেকে আছে যেই জিনিস জিন্দেগিতে কোন কাজেই আসবেনা সেগুলো মন খারাপ নিয়া অন্যমনস্ক ভাবে কিনে বসে থাকে। আমার এক বান্ধবী স্কার্ট ভেবে একদিন দুই রঙের দুইটা পেটিকোট কিনে ফেলেছিল! মন খারাপের চোটে বুঝতেই পারেনি কি থেকে কি কিনে ফেলছে। দেখেন অবস্থা তাই মন খারাপ নিয়ে ভুলেও কিছু কেনা যাবেনা।
৭। মন খারাপের সময় বেশি বেশি খেতে হবে, বিশেষ করে ঝাল খাবার, ঝাল এর চোটে নাক মুখ চোখ দিয়ে এমন পানি বের হয়ে আসবে যে যন্ত্রণায় মাথা পুরো ফাঁকা হয়ে যাবে মনে কি ঘটেছে আঁচ করতেও টাইম লাগবে তখন।৭ নাম্বার পয়েন্ট টা বলায় আমার এক কলিগ ভীষণ বিষাদ মাখা কণ্ঠে বলেছিলেন ম্যাডাম খাইতেও তো টাকা লাগে, এত টাকা পাব কই! সংসার চালাতেই হিমশিম খেয়ে যাই। (এই ধরনের যারা আছেন তাদের জন্য ৭ নম্বর পয়েন্ট টার জন্য এক মিনিট নিরাবতা।) যাই হোক
মোট কথা মন খারাপ ব্যাপারটা আহ্লাদ করলে আরও বাড়বে। মন এবং শরীল একে অপরের পরিপূরক।মনে রাখতে হবে শরীল আরামে থাকলে মনের প্রায়োরিটি বেড়ে যায়, এবং শরীল পরিশ্রমের উপর থাকলে মন কি ভাবল না ভাবল সেগুলো নিয়া চিন্তা ভাবনা অনেক অনেক কমে যায়। তাই বেশি বেশি কাজ করুন মন ভালো রাখুন।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া সুখি হোন দোয়া রইল।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: ২ আর ৩ নাম্বার পয়েন্ট কাজে আসে মন খারাপের সময়।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সামিয়া বলেছেন: ধন্যবাদ মম্ময় :) Be Happy :)

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

লেখোয়াড়. বলেছেন:
হা হা হা ............... মন খারাপ??

নাতো।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

সামিয়া বলেছেন: হ ভাই কেম্নে বুঝলেন!! :P

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অামার মন খারাপ হলে কোন কথা বলতে পারিনা । কেউ কথা বললে প্রচন্ড বিরক্ত লাগে । চুপচাপ শুয়ে থাকি ।
মন ভালো করার প্রক্রিয়াটা একেক জনের ক্ষেত্রে একেক রকম । বেশিরভাগ ক্ষেত্রে কারো সাথে কষ্টের কথা শেয়ার করলেই বরং দুঃখ কমে ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

সামিয়া বলেছেন: ভাইয়া Corporate Life এ তো চাইলে ও একা থাকা যায় না।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল পোষ্ট । ভাল লাগা রইল।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) ভাল থাকবেন।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: আমার মন খারাপ থাকলে ছবি তুলি।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

সামিয়া বলেছেন: হাহ হাহ Very Good... ধন্যবাদ ভাইয়া।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ এখন, শেয়ার করলে মন ভাল হয়ে যায়, তবে যার জন্য মেজাজ খারাপ তার সাথেই শেয়ার করতে চাই- তা না হলে হয়না হা হা :P
আপনার পোস্টে ভাল লাগা রইল।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

সামিয়া বলেছেন: হা্হা এতে রিস্ক থাকে কিন্তু, যার টা তার সাথে শেয়ার করতে গেলে সে যদি আর ও নেগেতিভ আচরন করে!!যাই হোক ভাললাগার জন্য অনেক ধন্যবাদ

৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

ফেলুদার তোপসে বলেছেন: ইদানীং মন খারাপ হলে কিছুই করার থাকেনা,
ইচ্ছে করে একটা লম্বা দেয়ালে হেলান দেই
অতঃপর সিঁড়ি দিয়ে শুধু উপরে উঠি,
যেখানে চুপচাপ চোখ বন্ধ করে
লেইট নাইট রমণীর ম্যাজিক দেখা যাবে।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

সামিয়া বলেছেন: :(

১০| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
mon kete feLe deya ucit.

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

সামিয়া বলেছেন: heart plastic surgary করা যেতে পারে মুন।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২১

মাআইপা বলেছেন: দারুণ আইডিয়া পেলাম। আমার একটা আইডিয়া আছে। মন খারাপ হলে, যত মন খারাপের কারণ আছে সবগুলো একসাথে করলে দেখবেন কেমন নেশা নেশা লাগে।
শুভ কামনা রইল।

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

সামিয়া বলেছেন: বেশ ভালো আইডিয়া, কিন্তু নেশার ঘোরে যদি সুইসাইড করতে ইচ্ছে করে!!!??
হুম অনেক ধন্যবাদ।।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৩

মাআইপা বলেছেন: এই আইডিয়া তবে আপনার জন্য নয়।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:২৯

সামিয়া বলেছেন: হাহাহা আচ্ছা আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.