নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

তুমি এমন ভাবেই ফেলে দিলে আমায়

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

তুমি এমন ভাবেই ফেলে দিলে আমায়, 
যে একদম শত মাইল নীচে পরে গেলাম । 
আর দুই চোখের দৃষ্টিই 
একসংগে অন্ধকার হয়ে গেল। 
তারপর 
অন্ধ চোখে 
জলের ধারা বইতে বইতে 
সাত সমুদ্র তের নদীর সৃষ্টি হল 
আমার ঘরে। 
আমি সেই সমুদ্রে 
ডুবি ভাসি। 
তুমি এমন ভাবেই ছেড়ে দিলে আমায় 
যে আমি একবারে ডুবে গেলাম না, 
আবার ভেসে ও রইলাম না, 
শুধু ডুবে ভেসে, 
ভেসে ডুবে থাকতে থাকতে 
আমি উভচর হয়ে গেলাম। 
সংগে আমার চারপাশের অন্ধকার 
আরও ভীষণ কালো হয়ে গেল। 
নীলাকাশ হয়ে গেল রঙহীন সাদা। 
আর 
সময়? 
সময় সম্পূর্ণ অচল হয়ে থেমে রইল 
অনন্ত কালের জন্য।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক কষ্ট জড়ানো একটা কবিতা, নিজের সাথে মিলে যায়,
মনের কোণে এমন ভাবে ছুঁয়ে গেল যে দু ফোটা অশ্রু গড়িয়ে পরল।
সবার আড়ালে, কেউ দেখেনা-বোঝেনা। নিরবে শেষ হয়ে যাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

সামিয়া বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ , হুম আপনি ঠিকই ধরেছেন, অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার। বিষণ্ণ কবিতা।সার্বজনীন কঠিন সত্য।মন খারাপ হয়ে যায়

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

সামিয়া বলেছেন: ধন্যবাদ @ জাহেদ

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

মাআইপা বলেছেন: আমার মনের কথাগুলো কেউ যে কবে লিখে রেখেছে; তা দেখে গেলাম।

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

সামিয়া বলেছেন: কষ্ট পাওয়া মন গুলো হয়তো একরকমই হয়। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।ভালো থাকুন।

৫| ১৩ ই মে, ২০১৮ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: পুরনো কবিতা। আশাকরি, পরিস্থিতি সামলে উঠেছেন এতদিনে। আপনার লেখাগুলো ইতিবাচক, তা থেকেই বুঝতে পারি, সময় অচল হয়ে থেমে নেই। সময়ও এগিয়েছে, আপনিও এগিয়েছেন।
এগিয়ে চলুন...

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.