নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটা তোলার পর হটাৎ করেই মনে হল হায় এই মুহূর্ত তো আর ফিরে আসবে না, হয়ত ছবিটা থেকে যাবে।
কিন্তু সময় হারিয়ে যাবে কালের স্রোতে। যুগে যুগে অনন্ত শূন্যতায়।
যে কটা দিন আমি থাকব সে কটা দিন হয়ত সময়টা থাকবে আমার স্মৃতিতে কিন্তু যখন আমিও থাকব না তখন স্মৃতিরা ও বিলীন হয়ে যাবে । আর যদি ছবিটা থেকে যায় কোন ভাবে!!
তাহলে কি হবে! তাহলে হয়ত সেটা দৃষ্টির ভেতর থাকবে শুধু দৃষ্টি হয়ে।
তখন কি আর ওটাকে সময় বলা যাবে! সময়!! হায় সময়! তুমি কত দ্রুত হারিয়ে যাও! আর কত নিষ্ঠুর, কেন চাইলেও ফেলে আসা সময়কে আর ফিরে পাওয়া যায় না। মানুষের প্রতি কেন কোন দয়া নেই তোমার, এই যে আমি এখন বসে লিখছি, এই যে আকাশে কুয়াশা জমে আছে আজ, এই যে মানুষ জন, এই যে টেবিল, আমার চারপাশ; এই যে সময়টা, সব এই মাত্রই হারিয়ে গেল, ঠিক এই মাত্রই!
কালের অভ্যন্তরে , ফিরে আসবে না এই কথাগুলো লিখতে থাকা গত ৫ টা মিনিট।
কি নিষ্ঠুর!! আর অদ্ভুত।।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাইয়া কান্ডারি অথর্ব
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
কাজী রিদয় বলেছেন: মৃত্যু এক চিরন্তন সত্য...ভাবতে অবাক লাগে...মনে বিস্ময় জাগে..একদিন আপন মানুষগুলো থেকে অনেক দুরে চলে যাবো..
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভাই @ রিদয়,হুম মৃত্যু জিনিসটা খুব কঠিন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
ফেলুদার তোপসে বলেছেন: আর আমার মত কেউ কেউ ইন্টারনেটে অপ্রয়োজনীয় কিছু জিনিস খুঁজতে গিয়ে এই লেখাটার সাক্ষী হয়ে যেতেই পারে।।
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
সামিয়া বলেছেন: আরে বাহ! সেই রকম বললেন!!
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৫
খায়রুল আহসান বলেছেন: সময় নিয়ে আপনার দার্শনিক চিন্তা ভাবনা কিছু সময়ের জন্যে হলেও আমাকে ভাবিয়ে গেল!
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
সামিয়া বলেছেন: কিছু একটা নিয়ে ভাবা তো মন্দ নয় ভাইয়া। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত পুরানো সব পোষ্টে এসে মতবাদ জানিয়ে জাবার জন্য।।
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সত্যিই সময় বড় নিষ্ঠুর
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১
সামিয়া বলেছেন: শুভ সকাল আপু। দিনটি ভালো কাটুক।।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০১
মাআইপা বলেছেন: আহা রে সময় !!!!!!!!!!!!!!
মাঝে মাঝে অনেক পুরনো গাছ কিংবা জমিদার বাড়ী দেখি, তখন মনে হয় একটা সময় কতই না মূখরিত ছিল!!! কত মানুষের কত স্মৃতি !!! শেষে আপনার উক্তিই যোগ করলাম, “কি নিষ্ঠুর!! আর অদ্ভুত।।”
শুভ কামনা রইল।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১
সামিয়া বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
সময় খুব দ্রুত চলে যায়। সময়ের সাথে থাকতে পারাটাই কাজের কাজ কিন্তু আমরা অধিকাংশ সময় পিছিয়ে পড়ি। থেকে যাই অতীতে।
ভাল লাগলো সময় নিয়ে আপনার অনুভূতির প্রকাশ।