নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন সূর্যাস্ত ছিল,
আকাশে রঙ ছিল,
হৃদয়ে মেঘ ছিল,
ঐদিনই শেষ দেখা ছিল।
তখন সাধারন ছিল,
শব্দরা ক্লান্ত ছিল,
নিরব ভাবনা ছিল,
ঐদিনই শেষ দেখা ছিল।
নিরাশায় ভাষা ছিল,
চোরাবালি আশা ছিল,
অদৃশ্য পাখা ছিল,
ঐদিনই শেষ দেখা ছিল।
তখন দাঁড়িয়ে ছিল,
তখন অনুরোধ ছিল,
তখন ভবিষ্যৎ ছিল,
ঐদিনই শেষ দেখা ছিল।
তখন অভিমান ছিল,
তখন মায়া ছিল,
তখন হাসি ছিল
ঐদিনই শেষ দেখা ছিল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
সামিয়া বলেছেন: কিন্তু সেই সম্ভাবনার পথে কাঁটা
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
ইচড়ে পাকা পোলা বলেছেন: পথে কাঁটা দেখে পেয় না কো ভয়,
জেনে রাখো দেখা হবে নিশ্চয়.।।।।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
সামিয়া বলেছেন: শুধুই আশা.
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
খায়রুল আহসান বলেছেন: ঐদিনই শেষ দেখা ছিল ... এমন দেখা যেন আবারো ঘুরে ঘুরে হয়, এমন কবিতা যেন আবারো নতুন করে আসে!
১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২
সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
ইচড়ে পাকা পোলা বলেছেন: এ দেখাই শেষ দেখা নয়,আবার দেখা হবে নিশ্চয়