নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার,
দীর্ঘ ষোল বছরে,
বাংলাদেশের বুকে রক্তের দাগ—
নির্বাচনের নামে এক প্রহসন,
ভোট চুরি, রাতের অন্ধকারে
ব্যালট বাক্সে ঢুকেছে শোচনীয়তা,
ডামি বিরোধী দল সাজিয়ে,
শেখ হাসিনার কুখ্যাত স্বৈরাচারী খেলা।
২০২৪ সালে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠে,
কোটা সংস্কারের দাবি,
স্বৈরাচারের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের হত্যা,
রক্তাক্ত বুকে তুলকালাম,
সকলের সাথে যুক্ত হয়েছে জনতা,
এক দফা— হাসিনার পদত্যাগ,
স্বাধীনতার জন্য, মুক্তির যাত্রায়।
শেখ হাসিনার গণহত্যা,
শুধু ছাত্র নয়,
শিশু, নারী, পথচারী—
হাজারো প্রাণহানি,
গ্রাম-শহরে কান্না,
দৃষ্টিহীন চোখ,
পঙ্গু স্বপ্নহারা,
তবুও আমরা ছিলাম,
সৈনিক হয়ে, দেশের প্রেমে।
৫ আগস্ট,
মুক্তির গান গেয়ে,
লং মার্চ টু ঢাকা।
হাসিনা পালিয়ে গেল ভারতে,
আমরা পেলাম দ্বিতীয় স্বাধীনতা।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা,
শান্তিতে নোবেল বিজয়ী—
ড. মুহাম্মদ ইউনুস,
সবার আশা,
নববাংলার নির্মাণে।
তবে ফ্যাসিজমের ছায়া রয়ে গেছে,
দোসররা মেতে উঠেছে
গুজব আর প্রোপাগাণ্ডায়,
নতুন বাংলাদেশের উন্নতির বাঁধা হয়ে।
বিভক্তি সৃষ্টি করতে চায়,
কিন্তু আমাদের আত্মবিশ্বাস,
আমরা জয়ী হবো,
প্রেমের আলোয় সাজিয়ে দেবো দেশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
প্রধান সমন্বয়করা দাঁড়িয়ে,
সংগ্রামের রাস্তায়,
নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
আমরা চাই সঠিক বিচার,
গণহত্যাকারীদের আন্তর্জাতিক শাস্তি।
বাংলাদেশের নতুন সূর্য উঠবে,
সবার জন্য উন্মুক্ত,
মুক্তি ও উন্নতির সুরে গাইবো।
মুক্তির সুরে গাই,
আমি এক সৈনিক—
সন্ধির যুদ্ধে আমিও ছিলাম অংশ,
বাংলাদেশ, আমার মাতৃভূমি—
তোমার জন্য নিবেদন করব চিরকাল,
আমি কবি।
©somewhere in net ltd.