নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
আমি সংশয়ে থাকি!
বেঁধেছিল যে ঘর অতিতের পাখি,
আপন ঘরে সে আজ অতিথি।
ভোরের গানগুলো গেয়েছিল যারা
নিশীথের অন্ধকারে ডুবে আছে তারা।
মানুষ বলে আজ বুঝিনা রীতিনীতি
বনের পাখি হলে বুঝতাম না-কি
সংশয়
সালাউদ্দিন শাহরিয়া
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: "আপন ঘরে সে আজ অতিথি" - চমৎকার! + +
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার লিখেছেন।