নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
আপনি কি জানেন?
সন্ধ্যা বেলায় আর যাওয়া হয় না
কাজির বাজার ব্রিজে,
কতোদিন হয়ে গেলো
মেতে উঠা হয়নি আর বৃষ্টিতে ভিজে।
অই যে করিম চাচার দোকানে,
আপনাকে ফুচকা খাইয়ে দিতাম আমি নিজে।
সেখানে যাওয়া হয় নি আর।
আপনি কি জানেন?
নাতাশা স্কুলে ভর্তি হয়েছে।
প্রতিদিন বলে, আম্মু আব্বু আসবে কবে?
সত্যিই তাকে আমি আশা দেইনি
সে হয়তো বুঝতে চায় না।
আপনি কি জানেন?
আপনার বন্ধু আমাকে কু-প্রস্তাব দিয়েছে,
দেবর দিয়েছে গালি।
আব্বু আমাকে বিয়ে দিতে চায়
আম্মু যেতে বলে বাড়ি।
আপনি কি জানেন?
সেদিন আকাশে জ্বলজ্বল করে চাঁদ উঠেছিল
ছাদে যাওয়া হয়নি একা,
আজ আকাশে ঘন কালো মেঘ
আর ঝুম বৃষ্টি!
আপনি কি জানেন?
আপনাকে কতো ভালোবাসি?
আমার শেষটা যেনো হয়-
আপনার কাছে আবার ফিরে আসা
যেখানে হারানোর ভয় নেই
চিরস্থায়ী বেঁচে থাকা।
২| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১১
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা। দোয়া রইলো আপনিও করবেন
৩| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: জানি না। জানলাম।
লকডাউন শেষ হলে যাবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭
আসাদুজ্জামান ইব্রাহিম ২২১১ বলেছেন: বন্দি জীবন অনুভূতি সীমাহীন