নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
আলুথালু বাতাসের রূপসুধা গন্ধে
বৈশাখ আসছে নাকি; আমি দ্বিধাদ্বন্দে।
বাহিরে পারি না যেতে করোনার ভয়,
মন চায় হয়ে যাবো আজ নিরালয়।
স্বর্ণচাঁপার উত্তলা চারিদিক ঘিরে,
পাখিগুলো খুব নাচানাচি করে নীড়ে।
একদিনের জন্যে ফুটিবে পাদাউক,
সৌন্দর্যে প্রকৃতি ভরা, দেখবে না চোখ।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:২৬
নেওয়াজ আলি বলেছেন: অপরূপ