নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কৃষ্ণ হারিয়েছে পিতামাতা তার
আলী হারিয়েছে তিন সন্তান,
মায়াদেবী তার ইজ্জত হারিয়েছে
ডেবিটের কেড়ে নিয়েছে জান।
মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছে
ওই বাড়ির নিরীহ আবু বকর,
আজ গরুর মাংস খাওয়ার জন্যে
উগ্ররা তার জালিয়ে দিয়েছে ঘর।
আপনি আমাকে হারাতে চাননি;
করতে দেননি প্রতিবাদ,
একদিন ঠিকই আমাকে হারাবেন
সেদিন করবেন আর্তনাদ।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নেওয়াজ আলি বলেছেন: এক রাশ মুগ্ধতা ।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার লেখেছেন কবি দা
অনেক শুভেচ্ছা রইল--------------