নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
মসজিদে মসজিদে রঙ্গিন বাতি
অথচ-
অনাহারে কেটে যায় কতো বেলা
কে রাখে কার খোঁজ?
মুমিনের কাছে অন্তরের প্রতিবাদ
নিকৃষ্টের হাতে সিংহাসন।
যৌনতার পিছনে পিছনে যুবকের চলাচল,
কোথায় গিয়েছে পৌঁছেছে সমাজের আশ্রয় স্থল।
জ্ঞানের উর্ধ্বে জ্ঞান, পাপের উর্ধ্বে পাপ
বিবেক লজ্জা পায়; পাপি বলে নিষ্পাপ!
সবলের কাছে স্বর্গ আর নরকে বসবাস দুর্বলের।
নারীর কাছে বেহায়াপনা
তার অধিকার-ইজ্জত,
স্বার্থের সাথে মানুষের হয় ব্রত।
একের পর এক ধর্ষণ! হাহাকার করছে ধর্ষিতা
আর এইখানে উল্লাসে ঘুরে বেড়াচ্ছে ধর্ষক,
রেহাই পায় না অবুঝ শিশুও।
সমাজের মানুষরা আজ চশমখোর।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি দুও বার পোষ্ট হয়েছে। একটা মুছে দিতে পারেন।
১২ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৯
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: অমানুষগুলো মানুষের রূপ ধরণ করে ঢেকে দিয়েছে দিনের সূর্য । পড়ে ভালো লাগলো। কলম চলুক।