নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
আল্লাহ এতো সুযোগ দিলেন গুনাহগারী কে,
কিসের নেশায় কিসের আশায় মুখ ফিরিয়ে নেয়।
পাপ যদি মাপ করো না নিজের বিবেক দিয়ে,
পরকালে খোদার কাছে দাঁড়াবে কি নিয়ে।
অর্ধ বছর কান্না করে দূরের ওই আকাশ,
মানুষ হয়ে নিজেই করো নিজের সর্বনাশ।
হিসাব করে একটু দেখো বাঁচবে কতদিন,
জীবন তোমার চলেই গেলো আছো শুধু ঋণ।
চাওয়া পাওয়ার আরজ করো মহান আল্লাহর তরে,
কোন কিছুরই কমতি নাই মহান আল্লাহর ঘরে
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
অক্পটে বলেছেন: সুন্দর এবং সত্য, ভাবনার মধ্যে দাগ কেটে গেল।