নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
আরো মাসখানিক পর নুসরাতের কথা কারো মুখে শুনা যাবে না। কেউ মনে রাখবে না। যেমনই ভাবে তনু হত্যার মতো। তনুকে গ্রুপ ধর্ষণ করে মুখে সেলাই++ করে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো।
বিভিন্ন মানুষ স্টেস্টাস এর বিষয় খোঁজে পায়নি মাস খানিক তনুকে নিয়ে ইমোশনাল স্টেস্টাস এ ফ্যান+লাইক+কমেন্ট কামিয়ে ছিলো।
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন অফ লাইনের সকল যোগাযোগ মাধ্যম প্রকাশ চলবে এক মাস। রমরমা ব্যবসা চলবে সকল যোগাযোগ মাধ্যম এর।
কিন্তু যদি সঠিক বিচার চাওয়ার হতো তাহলে ঢুল বন্ধ হয় কেনো। ঢুল চলে না কেনো। দেশে একটার পর একটা হত্যা, দুর্ঘটনা হয়।
রাজন হত্যা, তনু হত্যা, নুসরাত হত্যা+++++ অনেক। এগুলোর বিচার সঠিক ভাবে হলে আশা করা যায় আর ফিউচারে এমন কান্ড হবে না।
সবাই প্রতিবাদ প্রতিবাদ মুখে না বলে কাজে করেন। ডাক দেন প্রতিবাদের মিছিল। আবার প্রতিবাদের মিছিল নামে রাজনৈতিক ফায়দা আর নেতা সাজার জন্য করা সেই প্রতিবাদের কথা বলছি না। বলছি প্রতিবাদ মানে সত্যিকারের প্রতিবাদের কথা।
আজ কোন ইস্যু হলেই হিরো হওয়ার ভাবনা, কান্নার অভিনয় আর স্বার্থ হাসিল হয়েগেছে এভলএভেল। যারা বোন হারায়, ভাই হারায়, বাবা-মা হারায় তারা বুঝে বাস্তবতা কি। মানুষ শুধু মুখের মধুরতা আর প্রতিবাদে তাদের স্বার্থের প্রতিবাদে তাদের কি অবস্থা জানেন? তারা আজও ভুলতে পারে না তাদের ভাই-বোন-মা-বাবা হত্যার ঘটনা। যারা অসহায় হয়ে যায় তাদের আশ্রয় কেমন জানেন?
কান্নার আহাজারি একমাত্র নিজেরাই বুঝে নিজেদের ক্ষেত্রে। হারানোর কষ্ট কি জিনিস।
আসুন আমরা যারা মন থেকে প্রতিবাদ করেছি। যারা যুদ্ধে প্রতিবাদ পারে না তারা মুখ দিয়ে প্রতিবাদ করো। যারা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারো না অন্তর দিয়ে করো। আসুন আমরা আজ কোন হত্যা অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত এর প্রতিবাদ চালিয়ে যাই। যেই প্রতিবাদের মাস্টার প্লেন কঠিন সেই প্রতিবাদ অন্তর দিয়ে করি এবং যতোই কঠিন মাস্টার প্লেনে অন্যায় হোক এর বিচার খতিয়ে দেখলে অব্যশই ন্যায় বিচার হবে। আল্লাহর এই দুনিয়াতে কোন কিছু গোপন থাকে না।
আপনি সচেতন হোন, আপনার পরিবারকে সচেতন করুন। তারপর সমাজকে সচেতন করুন। সমাজের বাইরে কেউ বাস করে না।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যেকোনো পাপ কাজ থেকে রক্ষা করুন। পাপীর শাস্তি আখিরাতের আগে দুনিয়াতেও দেওয়া হোক যাতে আর কোন পাপী তৈরি না হতে পারে।
১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৭
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ। ঠিক করেছি।
২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৫
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহর দেয়া বিধান অনুসরন না করলে এমনি হয়।
আল্লাহ সবাইকে ক্ষমা করুক।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: লেখাটা দুইবার এসেছে।