নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কারো জন্য দুঃখের গল্প
কারো জন্য হাসি,
কেউ করেনা সেকেন্ড স্মরণ
কেউ বারোমাসি।
কারো জন্য দুনিয়া জান্নাত
কারো জন্য জেল,
কেউ হলো ভালো মানুষ
কেউ আবু জাহেল।
কারো জন্য প্রিয়া সব
কারো জন্য টাকা,
কেউ চলে সরল পথে
কেউ চলে বাঁকা।
২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর,।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছড়া ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারো জন্য প্রিয়া সব
কারো জন্য টাকা,
কেউ চলে সরল পথে
কেউ চলে বাঁকা।
............................................................
একদম খাঁটি কথা