নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
উফ! দয়াল মাথায় টুপি
সামনে নির্বাচন,
জনগনের সেবায় করতে
বিলিয়ে দিচ্ছেন ধন।
মসজিদেতে মুয়াজ্জিন পরে
দয়াল হাজির হন,
তারপরে আসেন মসজিদে
ইমাম মুসল্লিগণ।
হাটতে দাদা উষ্টা খেলে
দয়াল ব্যাথা পান,
সারাদিনটা কেটে যায়
করতে করতে দান।
নিষ্পাপ চেহারা আর হাসি
পরাণ যায় জ্বলি,
অতিথকথা বাদ দিয়ে এখন
দয়াল সুর তুলি।
হাছন-হুছন কথা বলছেন
দয়াল বিষয় নিয়া,
আগের বছর অন্যায় ভাবে
চাঁদা তুলছেন গিয়া।
হুছন বলে অতিথকথা
বলতে এখন নেই,
মাথায় টুপি নামাজ পড়ে
দয়াল হলো সেই।
হাছন বলে তাইতো ঠিক
দয়াল বড় ভালো,
এই বছরই দয়ালই এমপি
জয়ের সুর তুলো।
দয়াল এখন এমপি হইছে
প্রথম সফর মাজারে,
সেইখানেতে উরুস হয়
হয় টানা গাজারে।
টুপি এখন দেখা যায় না
দয়াল এমপির মাথায়,
কয়লা ধুলে ময়লা যায়না
চুল্কায় এখন মাথায়।
এমন নন্দে ফন্দের গল্প
নাড়া দেয়না দিলে,
নাড়া দিবে তখন কিন্তু
যখন নিবে চিলে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
মেহেদী হাসান হাসিব বলেছেন: হাহাহা— ভাল লিখেছেন।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
ল বলেছেন: হাহাহা ---বেশ লিখেছেন
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: বাহ !!!
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তব একটা বিষয়। আপনার কবিতায় উঠে এসেছে