নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কলম আছে খালি আছে
নেই শুধু খাতা,
কলম আছে খালি নেই
খাতা শূন্যপাতা।
বাহানা আর শেষ হবেনা
কত ব্লগার লেখক,
দুঃখিত মাহমুদুর রহমান স্যার
তুমি সত্যের লেখক।
কতো দেখলাম মানবতাবাদী
আজ ওরা কোথায়,
আসলেই ওরা নাস্তিকবাদী
সন্ত্রাস গড়তে চায়।
সব বাহানার শেষ হবে
ক্ষণেক্ষণে অপেক্ষায়,
বিবেক জাগো; জাগো মানুষ
আবারো শান্তি পায়।
২| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
৩| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১৫
মিঃ আতিক বলেছেন: আইন হাতে তুলে নিলে ক্রমে সবার বিপদই বাড়বে।
৪| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪
হাঙ্গামা বলেছেন: দুঃখিত মাহমুদুর রহমান স্যার
এপিক হইছে
উনি কিভাবে কার স্যার?
ব্রিটিশ নাইট উপাধি প্রাপ্ত না তো !!!!!!!
এত আদিখ্যেতা ভালো না। একটা মানুষকে যে কারনেই হোক পেটানো হইছে, এটা অন্যায়।
মাহমুদুর রহমানের সাথে আমার কোন পার্থ্যক্য আছে? তাকে এত ফলাও করে দেখানোর কোন কারন তো দেখি না।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।