নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
টাকায় কিনে জুতার বাড়ি
আমরার বাঙ্গালি,
ভোট শেষে বাস্তব হবে
তখন দে গালি।
শান্তি পাবে কেমন করে
নিজের হাত কেটে,
টাকায় যদি ভোট দেয়
লাত্থি পড়বেই পেটে।
অন্যায় আমি করবোনা কখনো
দরকার পড়ে চুরি,
এই যুক্তিতে হুজুগে বাঙ্গালি
প্রমাণ ভুরি ভুরি।
বিশ্বের কাছে জন্ম দিয়েছে
বিজ্ঞানী বাঙ্গালি,
ফেইসবুক ইউটিউব তৈরী করে
এগিয়ে বাঙ্গালি।
২| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬
ফেনা বলেছেন:
অদ্ভুত বাংগালী।
৩| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: Do not ruin a good story with facts.
৪| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬
ফেনা বলেছেন:
অদ্ভুত বাংগালী।