নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
ব্লগ, ফেইসবুক জুড়ে দেখছি অন্যায় আর অন্যায়ের প্রতিচ্ছবি তুলে ধরা। আচ্ছা একবার কি ভেবেছো এগুলো করে লাভ নেই। হ্যাঁ অবশ্যই লাভ নেই। লম্বা লম্বা বেতনের চাকুরীজীবীরা এই অন্যায় দেখেও না দেখার বান করে চলে যায়। কোটা আন্দোলন ; বাংলাদেশে কোটা দিয়ে যারা বড় বড় সরকারি চাকরী ধরেছে পুলিশ, ব্যারিস্টার, ডায়েরিয়া রোগের কলেরা স্যালাইন এওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক, ইত্যাদি। কে পক্ষে নেবে বলো। হাজার বিদ্রোহী আর এক ভঙ্গ-দাজ্জাল, পারবে? তাই অন্যায় হোক, বাড়ুক, সবাই নিরব থাক।
ওমা! ইতিহাস তো ভুলিনি। নমরুদ, ফেরাউন, আবু জাহেল ওরা কেমন শক্তিশালী ছিলো। তারপরেও পরিণতি যতটুকু পাওয়ার ছিলো ততটুকু পেয়েছে। তাই অন্যায় যেখানে হবে সেখানে উপরের শীতল যুক্তিতে নীরব না থেকে নিচের প্রামাণ্য যুক্তিকে সামনে রেখে এগিয়ে যাও।
২| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: জোর যার মুল্লুক তার।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫
লাবণ্য ২ বলেছেন: ভালো লিখেছেন।