নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
ফুটছে ফুল ঝরছে আবার
ফুটছে নতুন ফুল,
ভূমিধ্বসে তলিয়ে যাচ্ছে
নদীর ঐ কূল।
খরায় যাচ্ছে বুকটা ফেটে
নরম মাটির দেহ,
বৃষ্টি এসে প্রাণটা দিলো
ফিরে পেলো দেহ।
লোনা পানি মিঠা পানি
যার যার মতো চলে,
পানি ভেদে মাছরা থাকে
যার যার মতো দলে।
সূর্য ওঠে পূর্ব দিকে
পশ্চিম দিকে যায়,
চাঁদ মামা হাসি মুখে
রাতটা সুন্দর চায়।
তারাগুলো খেলা করে
পূর্ণিমা রাতে,
নীল আকাশে ফুটে ওঠে
রংধনু দিনে।
ভোর বেলা পাখি গুলো
খিচিমিচি ডাকে,
মৌমাছি দলে দলে
থাকে ঝাঁকেঝাঁকে।
ঠাণ্ডা গরম বৃষ্টি দিয়ে
প্রকৃতি ঠিক থাকে,
মানবসৃষ্ট দুর্যোগগুলো
বিপদে ফেলে রাখে।
এতো বিশাল দুনিয়াটা
করলেন যিনি সৃষ্টি,
প্রশংসা করি আল্লাহ তোমায়
না দেখেও দৃষ্টি।
২| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১:০৬
জহিরুল ইসলাম সেতু বলেছেন: এটা কি ছড়া, না কবিতা?
তাল, মাত্রা, লয় সম্পর্কে ধারনা আরেকটু গভীর করলে
ভাল লিখবেন হয়তো।
লেখার চেয়ে ধৈর্য্য ধরে ছড়াকার ও কবিদের লেখা বেশি করে পড়েন, একদিন আপনিই সুন্দর লিখবেন ভাই।