নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
মধ্যে বিত্তে জন্ম আমার
তাইতো কষ্টে ভরা মন,
করতে পারিনা নিচু কাজ
নেইও বিশাল ধন।
চাইছিলাম আমি প্রোগ্রামার হতে
বিশ্বের সফল কাজে,
সাগরের মাঝে আছি কিনারা
স্বপ্নের মতো সাঝে।
একই রকম অবস্থা থাকতো
তাও ছিলো ভালো,
গিরগিটির মতো রূপ পালটায়
অন্ধকার আর আলো।
যতো বলা এই দুনিয়াময়
ততো সহজ নয়,
খাটনি খেটে উঠতে পারলে
করবে বিশ্ব জয়।
স্বপ্ন রোগে মরি আমি
বাস্তব সর্বনাশা,
পূর্ণ কি হবে বিধি
যতো ছিলো আশা।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৭
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৪
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৮ দুপুর ২:২৩
রোকনুজ্জামান খান বলেছেন: অনেক সুন্দর।
আমার নতুন গল্প
সময়ের প্র য়ো জ ন পর্ব ১
লিংক Click This Link
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।