নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
ইসলাম হলো সর্বজনীন ধর্ম শান্তির পথে থাকা,
জাতি কিংবা কারো নামে হয়নি কোন রাখা।
স্বাক্ষ্য হবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই,
মুহাম্মদ (স.) আল্লাহর রাসূল চলার অনুসরণ সেই।
আল্লাহর করা আদেশ নিষেধ আন্তরিকভাবে বিশ্বাস,
রাসূল (স.) এর দেখানো পথ হবে জীবনের নিশ্বাস।
নামাজ রোজা যাকাত হজ্ব; কালেমা পরেই স্থান,
দুনিয়া আখেরি সবই আছে পবিত্র কোরআন।
ইমান অর্থ বিশ্বাস করা স্বীকার করা মুখে,
শরীয়ত অনুযায়ী আমল করা শক্তি থাকতে বুকে।
সাতটির উপর ইমান আনা ইমানে মুফাস্সল,
ইসলাম হলো মুমিনের চাবি বিশ্বাস হলো বল।
ইমান হলো গাছের মূল ইসলাম হলো শাখা
উভয়ই মিলে ইসলাম ধর্ম মুসলিম হয়ে থাকা,
মৃত্যুর পর হবে পুনরুজ্জীবন চিরস্থায়ী বাসস্থান,
জান্নাতে যেতে হলে প্রয়োজন ইমান ও ইসলাম।
২| ০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ০২ রা জুন, ২০১৮ সকাল ১০:২৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ সুন্দর
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩২
সনেট কবি বলেছেন: ভাল হয়েছে।