নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
মহিলারা মাজারে যায় সমস্যা নাই। সমস্যা স্বার্থে আঘাত।
কেনো?
সালাউদ্দিন শাহরিয়া
যেখানে টাকা মিলে,
সেখানে সবই চলে।
কেনো? কেনো? কেনো? কেনো?
ওখানে মরছে মুসলিম
পুরো ফিলিস্তিন ভরে,
শিশু- কিশোর যুবক- বৃদ্ধ
মারছে ধরে ধরে।
আর বাংলায় নামাজ নিয়ে
চলে বাড়াবাড়ি,
নিজে মুসলিম বাকিরা কাফির
এমন কামড়াকামড়ি।
হাসছে শয়তান কাণ্ড দেখে,
নিজেদের মাঝে ঝগড়া দেখে।
কেনো? কেনো? কেনো? কেনো?
যার যেটা মাজহাব সে সেটা মানবে
বাধা কিসে তাতে,
মক্কাতে যার যার মতো নামাজ পড়ে
দ্বন্দ্ব লাগেনা তাতে।
তবে কেনো ইতিহাস ঘটনা রটনা
তুমি পড়ো আট রাকাত আমি বিশ রাকাত
কেনো বাধা কেনো এতো ঘটনা।
কেনো? কেনো? কেন? কেনো?
শয়তান থাকে মানুষের মাঝে
পিকনিক ঘুরে বেড়ায়,
বলে ইসলামি আন্দোলন সহজ
বাতিলের হাতে চড়ায়।
ঐ চড় লাগে মুমিনের গায়ে
ছুয়েনা তাদের অঙ্গ,
আর তারা পিকনিক করে
বলে সফল বিজয়ে রঙ্গ।
কেনো? কেনো? কেনো? কেনো?
২৬ শে মে, ২০১৮ ভোর ৫:১৭
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:০৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতার মাধ্যমে একদম সঠিক কথাটিই বলেছেন, ভাই।
২৭ শে মে, ২০১৮ রাত ১১:১৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: সকালবেলা আপনার কবিতা পড়েই দিন শুরু করলাম।
২৭ শে মে, ২০১৮ রাত ১১:১৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: শুভকামনা।
৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন, ব্লগে নতুন আমি।
২৭ শে মে, ২০১৮ রাত ১১:১৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: অভিনন্দন।
৫| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:১১
ফেনা বলেছেন: ভাল বলেছেন কবি।
আপনার জন্যশুভ কামনা রইল।
২৭ শে মে, ২০১৮ রাত ১১:১৯
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:৫৯
কবীর হুমায়ূন বলেছেন: ধর্ম নিয়ে বকধার্মিকেরা যত সব ফতোয়া বিলায়। ভালো লিখেছেন। শুভকামনা কবি।