নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
রাতে হাটি একা একা
জ্যোৎস্নাময় রাত,
নিরিবিলি ধরণীতে নেই
মানব জাত।
নেইতো মেঘ নেইতো তারা
চাঁদ একা হাসে,
জোনাকিরা খেলা করে
বাশ ঝাড়ের পাশে।
এমন যদি দিনটা হতো
নিরিবিলি মানব,
শান্তিকামী জীবন হতো
সবাই হতো দানব।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ।
২| ২৮ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৪
এম ডি মুসা বলেছেন: দিনের বেলা এমন হতো মানুষ গুলি ছাড়া
তাহলে কাকে দিয়ে এই পৃথিবী চলতো।
ধন্যবাদ ভালো লেখা।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪২
নীল মনি বলেছেন: ভয় পেয়েছিইইই, সবাই দানব হলে ক্যামনে হবে!
ভালো লিখেছেন।
শুভ কামনা