নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কখনো শান্তি চাইনা একা
অন্যেরও চাই ভালো,
নিজের স্বার্থে পরকে ধোঁকা
জ্বলবেনা তো আলো।
সেও থাকুক আমিও থাকি
সুখি হয়ে থাকতে,
কেনো আবার অহংকার রাখি
প্রাণ তাজা থাকতে।
আখিরাতের কথা স্মরণ করি
অনুস্মরণ করি নবী,
আল কোরআন যদি হাতে ধরি
দেখবে সুন্দর পৃথিবী।
২| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক????
অনুসরণ করি নবী,
আল কোরআন যদি হাতে ধরি
দেখব সুন্দর পৃথিবী।
৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: কিন্তু আমরা এই সুন্দর পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছি।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।