নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
সিরিয়াতে মুসলিম হত্যা
ফিলিস্তিনের মতো,
অবুঝ শিশু আগুনে ফেলে
মারছে অগণিত।
মাকে নিচ্ছে কেড়ে তুলে
গাড়িতে করে,
ঠান্ডাবারি মারছে বেধে
কিশোরদের ধরে।
দালানকোঠায় বোমা ফেলে
করছে চুরমার,
কতো মানুষ ঘুমে থেকে
চলেগেছে ওপার।
পশুর চেয়ে অধম বলে
হত্যা করে এরা,
হিন্দু মুসলিম খ্রিস্ট বৌদ্ধ
মানুষ তো ওরা।
মুসলিম হলো শান্তির ধর্ম
তাইতো নির্যাতিত,
কোন ধর্মই হত্যাকে বলেনা!
কেনো নিপীড়িত?
জাতিসংঘ আর যাই বলো
সবই হলো দালাল,
মুসলিম বলে এগোচ্ছেনা
কে দিবে সামাল।
সকল মুসলিম একহও
হও এক দেশ,
বাতিলের মুখামুখি হও
কাটে ফেলো রেশ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:১০
সৈয়দ ইসলাম বলেছেন:
কবিতাটি ভাল লাগল, তবে এটা পড়ে নিয়েন সিরিয়ার প্রকৃতরূপ কী!
৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: বেশ ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১০:০৫
A.Z.M.Julkernine বলেছেন: হৈ হৈ হুক্কা হুয়া...