নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
বোয়াল মাছ পুকুরে থাকলে
রাজ্য স্থাপন করে,
পুকুর মালিক মাছ বাচাঁতে
গোয়াল মাছ ধরে।
এমন সময় শোল মাছ
দাবি করে রাজা,
মলা আর ডেলা মাছকে
এক হালি এক সাঝা।
বড়শী দিয়ে বুড়ি বসে
পুকুর পাড়ে,
লোভে এসে শোল মাছ
আসে ধারে।
পুকুর এখন রাজা ছাড়া
হৈ চৈ শুরু,
গণতন্ত্র পরামর্শ দিয়ে
চলা শুরু।
মাঘ গেলো ফাল্গুন গেলো
এলো বৈশাখ মাস,
কাল বৈশাখী ঝড়ে আবার
করলো পুকুর ঘ্রাস।
জৈষ্ট মাসে বোয়াল ঢুকলো
কচি শিশু হয়ে,
আষাঢ় শ্রাবণ মাসে সে
কিশোর যুবক হয়ে।
গণতন্ত্রকে রাজতন্ত্রে পরিণত করে
বললো বোয়াল,
এক মাঘে যায়না শীত শুন
পুকুরবাসী আমি বোয়াল।
আবার পতন আবার শুরু
বোয়াল রাজনীতি,
সাধারণ মাছ মরছে তারা
করছে পেটনীতি।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৬
ফারিদি বলেছেন: চমৎকার লিখেছেন!