নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
সবুজে সবুজে ঘেরা যেন চারপাশ
বাংলার অমূল্য ধন,
মৃদু বাতাসের মায়াবী ছোয়াতে
হারিয়ে যায় মন।
খোদার অপূর্ব সৃষ্টি জাফলং
দেখলেই ঠাণ্ডা অন্তর,
স্বচ্ছ পানিতে ঝিকমিক করে
হীরক পাথর।
লালাখাল আর লোভাছড়ার
আছে চা বাগান,
বিছনাকান্দির পাথর কোয়ারী
রাতারগুলের বাগান।
রাজা রাম সিংহের স্মৃতি বিজড়িত
ডিবির হাওর,
সুরমা নদীর কাকলিধ্বনি শুন
গিয়ে তার চর।
শাহ জালাল আর শাহ পরানের
রয়েছে মাজার,
দোয়া করতে লোক থাকে মাজারে
হাজার হাজার।
লাক্কাতুরা কুলুমছুড়া মালিনীছড়া
আরো আছে উৎমাছড়া,
সিলেট নামের বাড়িতে আছে
সব ধরণীর ধরা।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।