নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
মুক্তমনা মানে ইসলাম বিরোধী
সন্ত্রাসী সংগঠন,
এখানে যারা কাজ করে তারা হয়
নাস্তিক মানে ডন।
নাস্তিক মানে আমরা জানি
ধর্মহীন ব্যক্তি,
ইসলাম ছাড়া অন্যধর্মের মূর্তিকে
করে তারা ভক্তি।
তাসলিমা নাসরিন আর মুফা ষাঁড়
দেয় যত উক্তি,
ইসলাম ছাড়া কোন ধর্মকে করেনা
কখনো কটূক্তি।
ইসলামে মানে শান্তির ধর্ম
মুক্তির পয়গাম,
তাইতো নাস্তিকরা সহ্য করেনা
করে মিথ্যার জয়গান।
২৯ শে ডিসেম্বর ২০১৭ ইং
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আপনাকে অফুরন্ত ধন্যবাদ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
জাহিদ হাসান রানা বলেছেন: ভাল লাগল।।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ভালো লাগলে লাইক ও শেয়ার করেন এবং আপনাকে অফুরন্ত ধন্যবাদ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোন নাস্তিক চুরি-খুন-ধর্ষণ করেছে দেখান তো। আর কে বললো নাস্তিকরা অন্য ধর্মের সমালোচনা করে না? যে যে-ই ধর্ম থেকে বেরিয়ে যায় সে সে-ই ধর্ম সম্পর্কে বেশি জানে বলেই ঐ ধর্মের বিধিবিধান এর সমালোচনা করে। ইসলাম ধর্মের লোক ইসলাম সম্পর্কে, হিন্দু বা খ্রিষ্ট ধর্মের লোক নিশ্চয়ই হিন্দু বা খ্রিষ্ট ধর্ম সম্পর্কে বেশি জানবে?
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আমি আপনাকে দেখানো লাগবে না। আপনি একটু রিসার্চ করে দেখেনে নাস্তিক সম্পর্কে। আর হ্যা নাস্তিক শুধু ইসলাম ছাড়া আর কউকে কটূক্তি করে না। তার প্রমাণ আমি হাজার হাজার দিতে পারবো। তাসলিমা নাসরিন, মুফা ষাড়, আসাদ নূর সহ শত শত কুলাঙ্গার এর জলন্ত প্রমাণ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শোনেন, নাস্তিক হতে হলে সামান্য হলেও পড়ালেখা করতে হয়। পৈত্রিক ধর্ম ত্যাগ খুব সহজ কথা না। চিন্তা-ভাবনাকে শাণিত করতে হয়। যাদের নামোল্লেখ করেছেন, তারা সবাই ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসা; এ সম্পর্কে বলেছি। এসব হাউকাউ না লিখে ভালো কিছু লিখুন।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নাস্তিকতা কোন সমস্যা না, নব্য নাস্তিকতায় যারা অভিনয় করে তারা বড় ধরণের সমস্যার সৃষ্টি করে।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হ্যা। অর্ধ বুঝে সমাজে এরা বিশৃঙ্খলা করে।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে ১৭ কোটীর বেশী মানুষ আস্তিক, ২/১ হাজার হয়তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, এদের নিয়ে অকারণ এটা সেটা বলে, ব্লগিং'এর ক্ষতি করছেন; ওরা আপনার পদ্যে মোহিত হয়ে আপনার পক্ষে চলে যাবে বলে মনে হয় না।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: বর্তমানে এদের নিয়ে একটু মিডিয়ায় হৈ চৈ হচ্ছে তাই লিখলাম।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: ইসলাম মানে শান্তির ধর্ম
মুক্তির পয়গাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হ্যা।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯
কুকরা বলেছেন: ++++++++++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: +++++
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: খুব সুন্দর হয়েছে নিসন্দেহে।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫
অর্ধ চন্দ্র বলেছেন: নাস্তিক মানেই হিন্দু আর জামাতশিবির মানেই পাকি ফসল, বাহঃ দারুন মিলন!!! যত্তসব ফালতু প্রলাপ!
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২
iibrahimmasum বলেছেন: ওদের থেকে অন্য ধর্মের অনুসারিরাও ভাল কারন তারা প্রভুর বিশ্বাসি কোন ধার্মিকের ক্ষতি করে না ।।। গাঁজা খুরি যুক্তি ও পেশ করে না
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
মরুচারী বেদুঈন বলেছেন: কবিটা ভালো লেগেছে