নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
শীতকালে মহানিশায় কোমল কাথা ছাড়ো
ধরণীটার একটু অংশ ঘুরে ঘুরে দেখো,
আছে কেমন অনায়াসে গরিব দু:খি মানুষ
কাঁপছে কেমন শীতে তারা দেখো একটু দেখো।
ঘুমে ঘুমে লম্বা রাত মিনিট খানিক গেলো
গরিবেরা মিনিট মানে বছর গুনে ফেললো,
সকাল হলো ঘুমে জনাব দশটা বেজে গেলো
পথ শিশুরা সূর্যের জন্য রাতটা গুনে গেলো।
আরামে হারামে সমাজ সেবক পুরস্কারটা পেলে
শীতের সময় কেমন গেলো বললে হেসে ফেলে,
কষ্ট যদি না করো তুমি কষ্ট কেমনে বুঝবে
চিন্তা করো গরিব মানুষ শীতে কেমনে বাঁচে।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: এই শীতে গরীব মানূষদের খুব কষ্ট।