নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কাল থেকে শুরু করবো আমি
পড়বো শুধুই পড়া,
আজকে একটু বিনোদন করি
পড়ি ছন্দ-ছড়া।
ছন্দ-ছড়ার নামে আমি বাকি
রাখলাম পড়া,
এখন আমি ভিডিও দেখি
কিসের ছন্দ-ছড়া।
কাল পড়বো বলে আমি প্রতিদিনই
ধরি নতুন বাহানা,
কালটা আমার পরকাল হবে
আজই আসবেনা।
কাজকে যদি বাকি রাখো
বাকি থেকেই যাবে,
আজকের কাজকে কালকে বললে
পরকালই হবে
২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: দারুণ হয়েছে আপনারটা।
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখেছেন। বুঝেও আমরা বুঝতে চাই না।
২৪ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
শায়মা বলেছেন: এত্ত জানো তবুও দাও
বাকীর নামে ফাঁকি!
সর্ষে ফুল দেখবে চোখে
তখন কাঁদবে নাকি!!!!