নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
মৃত্যু হবে সকল প্রাণীর
চিরন্তন বিশ্বাস,
সূর্য উঠবে পূর্ব দিকে
সকলের আশ্বাস।
দিনের পর রাত হবে
জানি মোরা,
শীতকালে শিশির পড়বে
তোরা তোরা।
চাঁদ মামা রোজই উঠবে
দূর আকাশে,
গন্ধ আমরা পেয়ে থাকি
ঐ বাতাসে।
গাছগাছালি পাখাপাখালি
সবই বন্য,
ক্ষুধার আহার সবার লাগে
বাচাঁর জন্য।
নারী থেকে সন্তান প্রসব
জানি হয়,
পুরুষ গর্ভবতী হওয়া
কখনো নয়।
জীব থেকে শ্রেষ্ঠ মানুষ
প্রকৃতি কয়,
দিনে দিনে মানুষ এখন
করছে বিশ্ব জয়।
শান্তি পথে চলতে হলে
হবে আস্তিক,
ফিতনা ফ্যাসাদ তৈরি করে
নব্য নাস্তিক।
দুনিয়া আখের উল্লেখ আছে
পবিত্র কোরআনে,
বিজ্ঞান এখন রিসার্চ করে
প্রায়ই কিছু-জানে।
সালাউদ্দিন শাহরিয়া/৪ নভেম্বর ২০১৭ ইং
২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৬
ওমেরা বলেছেন: তাইতো মনে হয় ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬
রসায়ন বলেছেন: কি বুঝাতে চেয়েছেন বুঝলাম না , এনিওয়ে ভালো লাগলো