নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
আমি সেল্ফি তুলি,
ঘাসফড়িং এর সাথে।
সে বলে আমি ঝুলি,
তোমার দু' হাতে।
রাতের বেলায় সানগ্লাস চোখে,
রীতি অমান্য করে।
ঘাসফড়িং পথ না পেয়ে দু:খে,
আমার ঘাড়ে চরে।
এই সুযোগে বন্ধু বানাই,
দুজন দুজনে।
সেল্ফি তুলে আমরা জানাই,
সারা ভূবনে।
সালাউদ্দিন শাহরিয়া/০২ নভেম্বর ২০১৭ ইং।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ লিখেছেন, তবে ঘাস ফড়িঙের ছবিটা আরেকটু পরিস্কার হলে ভাল হতো।