নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কুয়াশার কণা কণা পানিতে,
শীতের গন্ধ থাকিল নামিতে।
ঠান্ডা বাতাসে লাগে মিষ্টি,
বিধাতার কি অপরূপ সৃষ্টি।
সবুজ ঘাস উঠলো জেগে,
গোসল করতে খোকা রেগে।
হেমন্তের পিঠা খাবো সকালে,
মাঠে খেলতে যাবো বিকেলে।
আনন্দের সহিত জানাই আমি
শুভ আগমন শীতকাল তুমি।
২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ প্রিয়।
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬
রাসেল উদ্দীন বলেছেন: কবিতা স্বার্থক হোক!
৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
জগতারন বলেছেন:
হেমন্তের পিঠা খাবো সকালে,
মাঠে খেলতে যাবো বিকেলে।
সুন্দর !!!
কবির প্রতি সুভেচ্ছা র'ল।
২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে আমাকে উৎসাত দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
বাক্যের মিল রেখে কথা বলা?