নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
চক্ষু দিয়ে যা দেখি কর্ণ দিয়ে শুনি,
মহান নেতা মানবতার যে প্রতিচ্ছবি।
শত গরিব নির্যাতিত মানবতার তরে,
ত্রান নিজ হাতে বিলিয়েছেন তিনি।
কতো মানুষ মুক্তি পেল আহাজারি থেকে,
মহান নেতার কথা আর পরিশ্রমেতে।
নিজের জীবন বাজি রেখে জনতার কাছে,
এগিয়ে এসেছেন মুক্তির গান গেয়ে।
মা কাদঁছে একা একা ছেলে ফেলে গেল,
খাওয়া-দাওয়া আমায় কাছে রেখে দিলো।
বিদ্ধাশ্রমে রেখে দিলো দু:খিনী মায়েরে,
কতো কষ্ট আহাজারি একলা সহে মায়ে।
আত্মীয় স্বজন হকের দোয়ার বন্ধ করে দিয়ে,
নিজের মোটা গোয়ালঘরে জমা করে নিয়ে।
দূর-দূরান্তে বিলিয়ে দিলো অসহায়দের খুঁজে,
প্রকাশ পেল মিডিয়াতে নিষ্পাপ নেতার ত্রানে।
আড়েগড়ে হিসাব খুঁজে কেলেঙ্কারির মূল,
সবই ছিল নেতা হবার সাঝানো ইন্দ্রজাল।
চুরকে বলে চুরি করো মালিক থাক সজাগ,
চুরকে ধরলাম বাজি রেখে জীবনটা আমার।
মহান নেতা এখন আমি জনগনের চোখে,
দু'একজন সত্য বললে দেশদ্রোহী সে।
পাঁচ আঙ্গুল সমান নয় সবাই যে করে,
ভালো আছেন সালাম তাদের নিঃসন্দেহে।
©somewhere in net ltd.