নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
অতি আনন্দে নষ্ট সম্মান! নষ্ট ইমানদার,
বিবেক বুদ্ধি থাকতে কেনো ধরো এমন হাল।
অতি ভক্তি চুরের লক্ষণ সবার ক্ষেত্রে নয়,
একজনে দোষ করিলে দশজনে শয়।
আমরা চলি এমন যুক্তি, মানব আইন ধরে,
এক যোগ যায়না আবার, সংশোধন চলে।
গণপ্রজা আর সমাজ তান্ত্রিক যাই চলুক না,
ইসলামের আইন ছাড়া কিছুই মানবো না।
বাবার সামনে ছেলে নাচে! মায়ের সামনে মেয়ে,
চার চক্কার কোমর ধোলায় মজা লয় পরলোকে।
ধর্ম কিংবা নাস্তিকা যেথায় থাকুক না,
ইসলামে এমন আইন কখনো ছিলোনা।
এমন আনন্দ করবে তুমি! রবের হুকুম মেনে,
অনুস্মরণ করতে হবে নবী রাসূল গণের।
ইচ্ছে করে গুনাহ করো তওবা করবে পরে,
ফেরাউনের মতো হবে সময় কোথায় পাবে।
©somewhere in net ltd.