নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
নরম দেহ মানব দেহ
মন তাহার তরে,
মিষ্টি মিষ্টি কথা আর
হাসির কাকোলিতে।
দু'চোখের ফোটা পানি
এমন চাহনিতে,
উজাড় করে সবই
দিলো যা ছিলোরে।
সত্যর মধ্যে মিথ্যা থাকে
যুগ যুগের রীতি,
হিংস্ররূপী মানব মন
নরম দেহে থাকে।
নাটক ভঙ্গি সবই জানে
সময় বুঝে তীর মারে,
হাজার লক্ষ বিশ্বাস আনে
বিপদের গন্ধ খুঁজে।
প্রমাণ দিতে গেলে
আহসান হাবিব পেয়ার মিলে,
ইসলাম নিয়ে ব্যবসা করে
জমজমাটে সে।
দাড়ি-টুপি লম্বা লেবাস
অনলাইনের পীর,
টাকা শুধু দিতেই থাকে
নরম মনের মানুষ।
©somewhere in net ltd.