নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
উন্মার্গগামী সেইতো হয়,
ফেরাউনের দালাল।
ক্রন্দসী স্বাক্ষী এরা হলো,
মানুষরূপী শয়তান।
অনিকেতন হয়ে লাগবে মাঠে,
পরিবার-পরিজন ছেড়ে।
নিঃস্বার্থভাবে কাজ করবে,
পাপের মাশুল কাটাতে।
সবই জানে সবই বুঝে,
তবুও তারা গুনাহ করে।
তামসীর সময় তওবা করে,
ফেরাউনের মতোরে।
রমাযান মাসে রোজা রাখে,
নামাজ পড়ে না।
ইফতারের সময় পার্টি করে,
উভয় লিঙ্গের সমাবেশে।
তাদেরকে সাপোর্ট করে,
সুবিধাভোগী আলিমগণে।
তখন বলল হারামরে,
এখন বলে হালালরে।
ইংরেজি বলা হারাম ছিলো,
তাদের ফতোয়ায়।
এখন তারা ইংরেজি পড়ায়,
হালাল ফতোয়ায়।
সরকারী বেতন ছিলো,
গুমরার পর্যায়।
এখন তারা স্বীকৃতি চায়,
সরকার থেকে তারা পায়।
টিভি দেখা হারাম ছিলো,
সম্পূর্ণ নিষিদ্ধ।
এখন তারা চ্যানেল খুলছে,
বড়ো হুজুর শো করছে।
ফতোয়া এখন তাদের হাতে,
যখন ইচ্ছা তখন ঝাড়বে।
এই রীতি চলে তাদের,
সেকাল একাল ধরে।
এদেরকে চিনতে হবে,
একটু চিন্তা আপনি করলে।
বাচাঁতে হবে আমাদেরদেশ,
লিখ আমি বেশ বেশ।
উন্মার্গগামী সেইতো হয়,
ফেরাউনের দালাল।
ক্রন্দসী স্বাক্ষী এরা হলো,
মানুষরূপী শয়তান।
সর্বস্বত্ত্ব সংরক্ষিত সিলেট
--------------------------------
২৬ শে আষাঢ় ১৪২৪ বাংলা,
১০ই জুলাই ২০১৭ ইংরেজি।
©somewhere in net ltd.