নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২

সালাউদ্দিন শাহরিয়া

এমন আছে দেশও এই দুনিয়ায়,
গণতন্ত্র বলে আবার রাজতন্ত্র চালায়।
বিসমিল্লাহ উঠায়দিয়া নিজ ভাষা বসায়,
মুসলমান দাবি করে মুসলমানদের লাথায়।

মাতৃভাষার চেতনাকে মিছিল দিয়া ঘুরায়,
গান-বাজনা করতে তারা অন্য ভাষায় চালায়।
টকশো করতে যায় তারা ডুমপাড়ার দেশে
ইংলিশ না বলে তারা সেই ভাষা মারে।

ইংলিশ যদি পারোনা বলোনা নিজ ভাষা,
পারলে তোরা কেন করো এই ছলোনা।
যারা দিছে প্রাণরে তারা বুঝেগেছে,
তুমি লাফাও এমনে-সেমনে বুঝিনা কেরে।

গণতন্ত্র সংবিধানে আছে লেখাতে,
স্বৈরাচারী কেন করো এমন থাকিতে।
বিচার আছে সংবিধানে রোল মোতা্বেক,
মুখে বলে বিচার চালায় রাজনীতির ফাঁদে।

দিবস যদি পালন করে দেশের স্বার্থে ভাই,
বিদেশেরই ঐতিহ্য রাখে সেইখানেতে হায় !
ব্যক্তি স্বার্থে নেতা বলে আমার কি আসে যায়,
জনগণ মরছে মরুক আমার তো কিছু হয়নাই।

ভাতা দিছে লাগাম ছাড়া নিজ দলকে,
বিরোধ দলকে নিষিদ্ধ করছে ভাতা তো দূরে।
চাকরী করতে যোগ্যতা নেয় না,
নেয়তো নেতা-কর্মী, যারা তার দলেই।

এমন দেশও আছে নাকি জানিনা আমি,
মনে মনে ভাবতে আছি থাকতে পারে নাকি।
যদি থাকে দোষনাই মোর,
কল্পনাতে আছি মুই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.