নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
আবেগ প্রবণ মানুষ যিনি, ধ্বংস ডেকে আনেন তিনি।
অতি আবেগ ভালো না, ধ্বংস ডেকে আনবেন না।
মুল্লা বেটা ওয়াজ করে, হাছা-মিছা গল্প বলে।
পীর যদি হাইটা যায়, মোল্লা বেটা উড়াই দায়।
জ্ঞান যার বেশি, কথা বলেন কম।
খালি কলসে নড়ে বেশি, স্বপ্নে স্বপ্নে ভাসেন তিনি।
জেগে জেগে স্বপ্ন দেখো, দিনের বেলায়।
আবেগ প্রবণ যিনি, স্বপ্ন দেখেন রাতের বেলায়।
আবেগ প্রবণ মানুষ যিনি, ধ্বংস ডেকে আনেন তিনি।
অতি আবেগ ভালো না, ধ্বংস ডেকে আনবেন না।
আলিম হবেন, ভালো কথা।
আলিম অর্থ, জ্ঞানের মেলা।
আবেগ প্রবণ বাদ দেন,
ভালো ভালো ওয়াজ করেন।
আবেগ প্রবণ মানুষ যিনি, ধ্বংস ডেকে আনেন তিনি।
অতি আবেগ ভালো না, ধ্বংস ডেকে আনবেন না।
২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য-- শাহরিয়ার কবীর ভাই
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
ধ্বংশ < ধ্বংস বানানটা ঠিক করে নিন