নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
কবিতা লিখি ব্লগে আমি,
তাই বলে কবি নয়তো আমি।
বল্গ লিখি সামহোয়্যারে আমি,
তাই বলে ব্লগার নয়তো আমি।
স্বীকার করি না আমি এসব,
চেষ্টা করে লিখি।
আমার ব্লগে নাক গলাও,
ভুল লিখি আমি।
যত লিখি যত ব্লগ,
সবিই লিখি ভুল।
বলোনাতো একদিন তুমি,
ঐ জায়গায় ভূল।
তুমি যদি সঠিক হও,
দেও আমায় জ্ঞান।
ভুল না ধরে সামাধান দাও,
পন্ডিত তুমি সেঝে যাও।
অহংকারে ভিতর ভরা,
ভালো লিখলে ভুলে ভরা।
সারা জীবন এমনই যাবে,
নিজে লিখতে নাহি পারবে।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হুম লিখবো। আপনাদের সাপোর্টের মাধ্যমে।
২| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫৭
কুঁড়ের_বাদশা বলেছেন: অবশ্যই আছে । আপনি এগিয়ে চলুন আমার আছি আপনার পিছনে ।
৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:০৫
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ
৪| ০৯ ই জুন, ২০১৭ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
১১ ই জুন, ২০১৭ রাত ৮:২০
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৫২
কুঁড়ের_বাদশা বলেছেন:
হুমম, বেশি বেশি লিখতে থাকুন।