নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
লেখক: সালাউদ্দিন শাহরিয়া
বিবেক দিয়েছেন আল্লাহ তায়ালা, মানুষ সৃষ্টির সেরা।
তবুও কেনো করো তুমি, দ্বীন ইসলামকে অবহেলা।
মুসলিম তুমি সবই মানো, করিতে পারোনা কাজ।
এই দুর্বলতার খুঁজি সন্ধানে, শয়তানের আসনে সাঝ।
তাইতো তোমরা মুসলিম হয়ে, মুসলিমকে গালি দেও।
পরোয়া করোনা অবৈধ কাজে, শয়তানের আগমনে ।
মাঝে মাঝে নামায পড়ে, হয়ে যাও ঈমানদার।
সারা বছর হেলে ধুলে, বুড়োর কাতারে এসে।
চিল্লা দিয়া মনে কর, তুমি ভালো মানুষরে।
সুধ-ঘুষ-রাহাজানি, সবই করো সময় বুঝি।
শিরক করে ভরসা রাখো, আল্লাহ ছাড়া অন্য পন্থায়।
মনে মনে ভাব তুমি, সবই করি এখন আমি।
বুড়ো বেলায় আমল করব, হয়ে যাবো ভালো আমি।
বাচাঁর ভরসা আছে নাকি, না দিবে ঐ ময়ূরপঙ্কী।
শিরক শিরক হাটতে বসতে, শিরকের মেলায়।
কেন বলো মুসলিম আমি, মুশরিক অবস্থায়।
ভরসা রাখো আল্লাহ উপর, সব কাজের বেলায়।
সব সময় চেষ্টা করো শিরক থেকে বাঁচার।
চারিদিকে শয়তান আছে, আক্রমনের অপেক্ষায়।
নিজেকে বাচাঁও তুমি, নেক আমল অবস্থায়।
৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৩
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: নামায রোজা হলো আল্লাহর হক আর সুদ-ঘুষ হলো মানুষের হক। আল্লাহ যদি ক্ষমা করেন সে হয়তো জান্নাতে যেতে পারে কিন্তু মানুষের হক খেলে সে যতক্ষণ ক্ষমা না করবে তৎক্ষণ সে জান্নাতে যেতে পারবেনা। আল্লাহ আমাদের হক পথে চলা তৌফিক দান করুক। আমীন।
ধন্যবাদ কানিজ রিয়া
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:২৮
কানিজ রিনা বলেছেন: সত্যি বলেছেন হারাম খোর ঘুশ খোররা বেশী
মসজিদে যাতায়াত করে। আসলে কি মসজিদে
গেলে কবিরা গুনাহ মাফ হবে আল্লাহ্ মালুম।
ধন্যবাদ।