নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া
সালাউদ্দিন শাহরিয়া
সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের বৈশাখী ইলিশের রং-ডং ব্লগ।
আমাদের বাংলাদেশে বাঙ্গালীর ঐতিহ্য নষ্ট করার জন্য কিছু মানুষ বৈশাখীর কিছু নিয়ম কানুন তৈরী করেছে। যা আমাদের নববর্ষ উৎসবের জন্য ঝুকিপূর্ণ। বাঙ্গালীর ঐতিহ্য ছিল পান্থা ভাত। তাছাড়া এই উৎসব শুরু হয়েছিল সম্রাট আকবরের শাসনামলে। তখন ধনী-গরীব মানুষের ভেদাভেদ বুলানোর জন্য রাজার বাড়িতে, বড় কোন ধনী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান করা হতো। ধনী-গরিব সবাই মিলে সেখানে গান-বাজনা, নৃত্য করত। সবাই মিলে আনন্দ করত। কিন্তু সেখানে কিছু ব্যবসায়ী ও কু-নাগরিক ইলিশ মাছের রীতিটি যুক্ত করে। তারা এমনিভাবে সাজায় যেন বৈশাখ মানেই পান্থা ইলিশ। এইভাবে ছড়িয়ে দেয়। বিত্তবান এবং মধ্যব্ত্তি মানুষেরা এই ইলিশের আয়োজনে সাড়া দেয়। আর ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। আজ গরিবের জন্য নয় বৈশাখ, গরিবের জন্য নয় নববর্ষ এবং গরিবের জন্য নয় পান্থা। একা একা ঘরে বসে বলে ছোট ছেলেটি মা আগামীাকল আমার বন্ধুরা পান্থা ইলিশ খাবে, আমিও যাব টাকা দাও। কিন্তু টাকা না থাকার জন্য সে মনে মনে বলে থাকে কেন আজ গরিব হয়ে জন্মলাম। কেন আজ আমি এই উৎসব থেকে বঞ্চিত। আর ভাববে যে, নববর্ষ দিকে তার ঘৃণা জাগ্রত হবে। যার ফলে আমাদের শুভ নববর্ষ বৈশাখী মেলার উপর আঘাত হানতে পারে। তাই সচেতন হোন নিজে। হ্যাঁ অনেক কষ্ট হবে তার প্রতিকার করতে, তবুও করতে হবে। কেউ তার প্রেমিকার ভয়ে করছে, যে আজ যদি বলি এইসব পান্থা ইলিশ খাওয়া ঠিকনা এই সময় তখন তার প্রেমিকা বলবে না খাওয়ানোর বাহানা জুড়ছো। ফকির কোথাকার। আর যদি ধনী হয় বলবে কিপ্টা কোথাকার। যে যাই বলুক তার প্রতিকার করেই চলবো।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২০
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: তাইনাকি আচ্ছা যা পারি সংশোধন করব। ধন্যবাদ করুণা্ধারা
২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: কি মাছের ছবি দিছেন? ইলিশ?
৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: হ্যাঁ। ইন্টারনেট থেকে কপি করে দিছি।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
আহা রুবন বলেছেন: ছোট বেলায় তখন ইলিশের এত দাম ছিল না। কৃষক, গরিবদেরও ইলিশ খেতে দেখতাম, তবে সেটি অন্যভাবে। ইলিশের মাথা দিয়ে কচুর শাক খেত (প্রায় সবাই)। তখন অনেকেই ভাবত বছরের প্রথম দিন ভাল খেলে সারা বছর ভাল খাওয়া হবে।
১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৯
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: আসলে আমাদের বাঙ্গালীর একটা সমস্যা সেটা হলো বেশি বুঝা। আর বেশি বুঝে আজ এই অবস্থা।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
করুণাধারা বলেছেন:
খুব তাড়াহুড়া করে লিখেছেন? অনেকগুলো ভুল থেকে গেল কিন্তু।